ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প! – ইউ এস বাংলা নিউজ




ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১০:০৬ 27 ভিউ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা নয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে কাল আবাহনী জিতেছে ১৩৩ রানে। বিকেএসপির আরেক মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৭৪ রানে জিতেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান। মিরপুর স্টেডিয়ামে জয়-পরাজয় ছাপিয়ে ফিক্সিং ইস্যু সামনে এসেছে। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ব্যাটাররা ফিক্সিং করেছেন, এই অভিযোগ উঠেছে। গুলশান পাঁচ রানে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। আবাহনীর পর মোহামেডান ও গুলশানও সুপার লিগ নিশ্চিত করেছে। গুলশান ক্রিকেট ক্লাবের কোচ ও সেক্রেটারি খালেদ মাহমুদ। শাইনপুকুর ক্লাবও তার নিয়ন্ত্রণে। এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি তিনি। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুরের তখন জয়ের

জন্য প্রয়োজন ছয় রান। এর কিছুক্ষণ আগে ড্রেসিংরুম থেকে বার্তা যায় গুলশানের ব্যাটারদের কাছে। উইকেটকিপার ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে স্টাম্পিং হন, সেটা দেখে ধারাভাষ্যকারও অবাক। বলেছেন দুঃখজনক। দেখা যায় ব্যাটার মিনহাজুল শট খেলার জন্য উইকেট ছেড়ে উপরে উঠে এসে ব্যাটে বল লাগাতে পারেননি। গুলশানের উইকেটকিপার আলিফ হাসান প্রথমে বল ধরতে পারেননি। কিন্তু ব্যাটার যেন আউট হওয়ার জন্য উতলা ছিলেন। ব্যাট মাটিতে নামাননি তিনি। উইকেটকিপার দ্বিতীয় চেষ্টায় স্টাম্প ভাঙার পর মিনহাজুল ব্যাট নামান। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কয়েকজন খেলোয়াড়ও সেই ভিডিও শেয়ার করেছেন। কাল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে দুদলের কেউ কথা বলেননি। মাঠে প্রবেশের অনুমতি পাননি সাংবাদিকরা। শেষ

ব্যাটার হিসাবে মিনহাজুল আউট হলে ম্যাচে গুলশান জিতে যায় পাঁচ রানে। আম্পায়ার মাহফুজুর রহমান ও অমিত মজুমদার জানান, এসব দেখা তাদের বিষয় না। ম্যাচ রেফারি সেলিম শাহেদ জানান, ‘অনেক সময় ব্যাটারের হয়তো টান লাগতে পারে। কোনো অভিযোগ করা হয়নি।’ গুলশানের বিপক্ষে আরও অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে তারা ১৪ বছরের কিশোরকে দলে রেখেছে, এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে পারভেজ হোসেনের আরেকটি দারুণ ইনিংস (৭৯) এবং নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে (৫৮) ২৯০ রান করে আবাহনী। হাসান মাহমুদ নেন চার উইকেট। জবাবে মাত্র ১৫৭ করে প্রাইম ব্যাংক। মাহিদুল ইসলাম (৬৪) ও মুশফিকুর রহিমের (৭৫*) হাফ সেঞ্চুরিতে মোহামেডান সাত উইকেটে ২৮৭ রান করে। জবাবে

অমিত হাসানের সেঞ্চুরির পরও অগ্রণী ব্যাংক ২১৩ রানে অলআউট হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুক্তিযুদ্ধে ১২৫৬ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মুক্ত, আদালতে নীরব ছিল ইউনুস সরকার যুক্তরাষ্ট্রে প্রবাসী জামালপুরবাসীর কল্যাণে অগ্রবর্তী অংশে থেকে কাজ করবো: নিম্মি লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনায় শঙ্কিত ভারত ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বৃহৎ মুসলিম দেশ কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে আহত ৯ আজহারের ফাঁসির রায়ের জন্য দুঃখ প্রকাশ আপিল বিভাগের বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা সাবেক এমপি ওমর ফারুকের প্লাজায় আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে বাংলাদেশের ইতিহাসে মাথাপিছু আয় এবার সর্বোচ্চ হাল ছেড়ে দেন ডাক্তার, স্বামীর সেবায় ক্যানসার জয় স্ত্রীর মিয়ানমারে সহিংসতা বন্ধের আহবান আসিয়ানের পাকিস্তানের দলকে ধন্যবাদ দিয়ে যা বললেন সাকিব যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের যুবক নিহত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ গ্রেপ্তার ঈদুল আজহা কবে জানা যাবে বুধবার মিরপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই সীমান্তে ড্রোন উড়াচ্ছে বিএসএফ স্টারলিংককে ‘এক্সট্রা খাতির’ এসি-ফ্রিজের ভ্যাট বেড়ে হতে পারে দ্বিগুণ