ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প! – ইউ এস বাংলা নিউজ




ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১০:০৬ 39 ভিউ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা নয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে কাল আবাহনী জিতেছে ১৩৩ রানে। বিকেএসপির আরেক মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৭৪ রানে জিতেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান। মিরপুর স্টেডিয়ামে জয়-পরাজয় ছাপিয়ে ফিক্সিং ইস্যু সামনে এসেছে। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ব্যাটাররা ফিক্সিং করেছেন, এই অভিযোগ উঠেছে। গুলশান পাঁচ রানে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। আবাহনীর পর মোহামেডান ও গুলশানও সুপার লিগ নিশ্চিত করেছে। গুলশান ক্রিকেট ক্লাবের কোচ ও সেক্রেটারি খালেদ মাহমুদ। শাইনপুকুর ক্লাবও তার নিয়ন্ত্রণে। এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি তিনি। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুরের তখন জয়ের

জন্য প্রয়োজন ছয় রান। এর কিছুক্ষণ আগে ড্রেসিংরুম থেকে বার্তা যায় গুলশানের ব্যাটারদের কাছে। উইকেটকিপার ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে স্টাম্পিং হন, সেটা দেখে ধারাভাষ্যকারও অবাক। বলেছেন দুঃখজনক। দেখা যায় ব্যাটার মিনহাজুল শট খেলার জন্য উইকেট ছেড়ে উপরে উঠে এসে ব্যাটে বল লাগাতে পারেননি। গুলশানের উইকেটকিপার আলিফ হাসান প্রথমে বল ধরতে পারেননি। কিন্তু ব্যাটার যেন আউট হওয়ার জন্য উতলা ছিলেন। ব্যাট মাটিতে নামাননি তিনি। উইকেটকিপার দ্বিতীয় চেষ্টায় স্টাম্প ভাঙার পর মিনহাজুল ব্যাট নামান। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কয়েকজন খেলোয়াড়ও সেই ভিডিও শেয়ার করেছেন। কাল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে দুদলের কেউ কথা বলেননি। মাঠে প্রবেশের অনুমতি পাননি সাংবাদিকরা। শেষ

ব্যাটার হিসাবে মিনহাজুল আউট হলে ম্যাচে গুলশান জিতে যায় পাঁচ রানে। আম্পায়ার মাহফুজুর রহমান ও অমিত মজুমদার জানান, এসব দেখা তাদের বিষয় না। ম্যাচ রেফারি সেলিম শাহেদ জানান, ‘অনেক সময় ব্যাটারের হয়তো টান লাগতে পারে। কোনো অভিযোগ করা হয়নি।’ গুলশানের বিপক্ষে আরও অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে তারা ১৪ বছরের কিশোরকে দলে রেখেছে, এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে পারভেজ হোসেনের আরেকটি দারুণ ইনিংস (৭৯) এবং নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে (৫৮) ২৯০ রান করে আবাহনী। হাসান মাহমুদ নেন চার উইকেট। জবাবে মাত্র ১৫৭ করে প্রাইম ব্যাংক। মাহিদুল ইসলাম (৬৪) ও মুশফিকুর রহিমের (৭৫*) হাফ সেঞ্চুরিতে মোহামেডান সাত উইকেটে ২৮৭ রান করে। জবাবে

অমিত হাসানের সেঞ্চুরির পরও অগ্রণী ব্যাংক ২১৩ রানে অলআউট হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘুমের মধ্যেই ধর্ষণ- সাবেক এমপির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা পরিচয় শনাক্ত হলে দ্রুত মরদেহ হস্তান্তর, না হলে ডিএনএ টেস্ট উজানে ভারী বৃষ্টি, ফেনীতে বন্যার আভাস দগ্ধ ৫১ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু: পরিচালক এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই: সাকিব উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন তৌকির : আইএসপিআর চার লাখ টাকায় হজের নিবন্ধন শুরু ২৭ জুলাই নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জানতে জরুরি নম্বর ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে রাজি নন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ গাজীপুরে একদিনে ৩ খুন চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া