ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প! – ইউ এস বাংলা নিউজ




ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১০:০৬ 12 ভিউ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা নয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে কাল আবাহনী জিতেছে ১৩৩ রানে। বিকেএসপির আরেক মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৭৪ রানে জিতেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান। মিরপুর স্টেডিয়ামে জয়-পরাজয় ছাপিয়ে ফিক্সিং ইস্যু সামনে এসেছে। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ব্যাটাররা ফিক্সিং করেছেন, এই অভিযোগ উঠেছে। গুলশান পাঁচ রানে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। আবাহনীর পর মোহামেডান ও গুলশানও সুপার লিগ নিশ্চিত করেছে। গুলশান ক্রিকেট ক্লাবের কোচ ও সেক্রেটারি খালেদ মাহমুদ। শাইনপুকুর ক্লাবও তার নিয়ন্ত্রণে। এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি তিনি। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুরের তখন জয়ের

জন্য প্রয়োজন ছয় রান। এর কিছুক্ষণ আগে ড্রেসিংরুম থেকে বার্তা যায় গুলশানের ব্যাটারদের কাছে। উইকেটকিপার ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে স্টাম্পিং হন, সেটা দেখে ধারাভাষ্যকারও অবাক। বলেছেন দুঃখজনক। দেখা যায় ব্যাটার মিনহাজুল শট খেলার জন্য উইকেট ছেড়ে উপরে উঠে এসে ব্যাটে বল লাগাতে পারেননি। গুলশানের উইকেটকিপার আলিফ হাসান প্রথমে বল ধরতে পারেননি। কিন্তু ব্যাটার যেন আউট হওয়ার জন্য উতলা ছিলেন। ব্যাট মাটিতে নামাননি তিনি। উইকেটকিপার দ্বিতীয় চেষ্টায় স্টাম্প ভাঙার পর মিনহাজুল ব্যাট নামান। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কয়েকজন খেলোয়াড়ও সেই ভিডিও শেয়ার করেছেন। কাল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে দুদলের কেউ কথা বলেননি। মাঠে প্রবেশের অনুমতি পাননি সাংবাদিকরা। শেষ

ব্যাটার হিসাবে মিনহাজুল আউট হলে ম্যাচে গুলশান জিতে যায় পাঁচ রানে। আম্পায়ার মাহফুজুর রহমান ও অমিত মজুমদার জানান, এসব দেখা তাদের বিষয় না। ম্যাচ রেফারি সেলিম শাহেদ জানান, ‘অনেক সময় ব্যাটারের হয়তো টান লাগতে পারে। কোনো অভিযোগ করা হয়নি।’ গুলশানের বিপক্ষে আরও অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে তারা ১৪ বছরের কিশোরকে দলে রেখেছে, এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে পারভেজ হোসেনের আরেকটি দারুণ ইনিংস (৭৯) এবং নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে (৫৮) ২৯০ রান করে আবাহনী। হাসান মাহমুদ নেন চার উইকেট। জবাবে মাত্র ১৫৭ করে প্রাইম ব্যাংক। মাহিদুল ইসলাম (৬৪) ও মুশফিকুর রহিমের (৭৫*) হাফ সেঞ্চুরিতে মোহামেডান সাত উইকেটে ২৮৭ রান করে। জবাবে

অমিত হাসানের সেঞ্চুরির পরও অগ্রণী ব্যাংক ২১৩ রানে অলআউট হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন বুধবার, যেসব বিষয়ে আলোচনা হতে পারে পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার রাগ হলেই ঘরের দরজা ভেঙে ফেলেন পাকিস্তানি এই অভিনেত্রী! গাইবান্ধার সাবেক এমপি গ্রেফতার ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা ভারতে ১৭০ মাদ্রাসা সিলগালা নির্বাচন ঘিরে ইসির বৈঠক, ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি সেই খাইরুল এখন প্রধানমন্ত্রী হতে চান! বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয় হানিয়া আমির ভারতে কাজ করে সময় নষ্ট করছেন: নাদিয়া খান সেই নাচের পোশাক নিয়ে মুখ খুললেন মাহি বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদটা দরকার ছিল: মেলিন্ডা গেটস নিলামে উঠছে বিরল ভারতীয় নীল হীরা, কততে বিক্রি হতে পারে? আউটসোর্সিং কর্মীদের সুখবর দিল সরকার বাড়ল সয়াবিন তেলের দাম ‘এ সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শিতা’ ভারত থেকে এলো আরও ১০ হাজার টন চাল হজযাত্রীদের জন্য ফের নতুন নির্দেশনা সৌদির র‍্যাবের সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবাল বরখাস্ত আগামী বছর থেকে স্মার্ট প্রিপেইড মিটার চালু করবে তিতাস