ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প! – ইউ এস বাংলা নিউজ




ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১০:০৬ 54 ভিউ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা নয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে কাল আবাহনী জিতেছে ১৩৩ রানে। বিকেএসপির আরেক মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৭৪ রানে জিতেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান। মিরপুর স্টেডিয়ামে জয়-পরাজয় ছাপিয়ে ফিক্সিং ইস্যু সামনে এসেছে। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ব্যাটাররা ফিক্সিং করেছেন, এই অভিযোগ উঠেছে। গুলশান পাঁচ রানে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। আবাহনীর পর মোহামেডান ও গুলশানও সুপার লিগ নিশ্চিত করেছে। গুলশান ক্রিকেট ক্লাবের কোচ ও সেক্রেটারি খালেদ মাহমুদ। শাইনপুকুর ক্লাবও তার নিয়ন্ত্রণে। এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি তিনি। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুরের তখন জয়ের

জন্য প্রয়োজন ছয় রান। এর কিছুক্ষণ আগে ড্রেসিংরুম থেকে বার্তা যায় গুলশানের ব্যাটারদের কাছে। উইকেটকিপার ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে স্টাম্পিং হন, সেটা দেখে ধারাভাষ্যকারও অবাক। বলেছেন দুঃখজনক। দেখা যায় ব্যাটার মিনহাজুল শট খেলার জন্য উইকেট ছেড়ে উপরে উঠে এসে ব্যাটে বল লাগাতে পারেননি। গুলশানের উইকেটকিপার আলিফ হাসান প্রথমে বল ধরতে পারেননি। কিন্তু ব্যাটার যেন আউট হওয়ার জন্য উতলা ছিলেন। ব্যাট মাটিতে নামাননি তিনি। উইকেটকিপার দ্বিতীয় চেষ্টায় স্টাম্প ভাঙার পর মিনহাজুল ব্যাট নামান। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কয়েকজন খেলোয়াড়ও সেই ভিডিও শেয়ার করেছেন। কাল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে দুদলের কেউ কথা বলেননি। মাঠে প্রবেশের অনুমতি পাননি সাংবাদিকরা। শেষ

ব্যাটার হিসাবে মিনহাজুল আউট হলে ম্যাচে গুলশান জিতে যায় পাঁচ রানে। আম্পায়ার মাহফুজুর রহমান ও অমিত মজুমদার জানান, এসব দেখা তাদের বিষয় না। ম্যাচ রেফারি সেলিম শাহেদ জানান, ‘অনেক সময় ব্যাটারের হয়তো টান লাগতে পারে। কোনো অভিযোগ করা হয়নি।’ গুলশানের বিপক্ষে আরও অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে তারা ১৪ বছরের কিশোরকে দলে রেখেছে, এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে পারভেজ হোসেনের আরেকটি দারুণ ইনিংস (৭৯) এবং নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে (৫৮) ২৯০ রান করে আবাহনী। হাসান মাহমুদ নেন চার উইকেট। জবাবে মাত্র ১৫৭ করে প্রাইম ব্যাংক। মাহিদুল ইসলাম (৬৪) ও মুশফিকুর রহিমের (৭৫*) হাফ সেঞ্চুরিতে মোহামেডান সাত উইকেটে ২৮৭ রান করে। জবাবে

অমিত হাসানের সেঞ্চুরির পরও অগ্রণী ব্যাংক ২১৩ রানে অলআউট হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হার্ট ভালো রাখতে খাবেন যে ৭ খাবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উচ্চপর্যায়ের নৈশভোজ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী, কে এই সুশীলা ‘আমরা সবাই জানি বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে’ ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রিই হচ্ছে না, জানা গেল কারণ নেপালে যেভাবে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পথ দেশের বেকারত্বের হার প্রকাশ বিবিএসের নেত্রকোনায় স্পিডবোট-নৌকার সংঘর্ষে নিখোঁজ ৪ শিশু হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলায় স্টাফদের নিন্দা জানাল বিবিসি অবশেষে ক্ষমা চাইলেন পপি খেলা ছাড়ার আগেই চাকরি পেলেন উসমান খাজা নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে! লঘুচাপের পূর্বাভাস, ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব জায়গায় ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ জাকসু নির্বাচনের দায়িত্বপালনকালে পোলিং অফিসারের মৃত্যু অপহরণ লিবিয়ায়, মুক্তিপণের লেনদেন বাংলাদেশে সবজির বাজারে উত্তাপ, চড়া মাছের বাজারও ‘কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এ জায়গা আমাদের’