ট্রাম্পকে সতর্ক করল হামাস – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পকে সতর্ক করল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০২ 8 ভিউ
গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের কাছে বন্দি ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য আলটিমেটামও দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার তিনি বলেছেন, শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরাইলি জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে তিনি এ চুক্তি শেষ করে দিতে পারেন। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে সব নরক ভেঙে পড়বে। এএফপি। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এমন হুমকি দিলেন। হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি গত ১৯ জানুয়ারি কার্যকর

হয়। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা ১৫ মাসের ইসরাইলি হামলা বন্ধ করা হয়। শর্ত মেনে এরই মধ্যে পাঁচ দফায় জিম্মি ও বন্দিবিনিময় করেছে হামাস ও ইসরাইল। তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। খালি করা হবে গাজা উপত্যকা। সেখানকার ২০ লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত দেওয়া না হয়, আমার মনে হয়, এটাই উপযুক্ত সময়। আমি বলব, এটা (যুদ্ধবিরতি) বাতিল করো। এএফপির খবরে জানা যায়, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের

মুখপাত্র আবু উবাইদা সোমবার এক বিবৃতিতে বলেন, ১৫ ফেব্রুয়ারি জিম্মি মুক্তির কথা রয়েছে। তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। তিনি আরও বলেন, ইসরাইলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। তাদের গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরাইল। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। পরে আরেক বিবৃতিতে হামাস জানায়, ‘নির্ধারিত বন্দিবিনিময়ের পাঁচ দিন আগে ইচ্ছাকৃতভাবে এই ঘোষণা (স্থগিতের) দিয়েছিল হামাস। এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য যাতে (ইসরাইলি) দখলদারির বিরুদ্ধে চাপ তৈরির জন্য মধ্যস্থতাকারীরা পর্যাপ্ত সময় পান। দখলদাররা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা

অনুযায়ী পরবর্তী ধাপে বন্দিবিনিময়ের কাজ এগিয়ে নিতে দরজা খোলা থাকবে।’ ট্রাম্পের এমন মন্তব্যের পালটা জবাব দিয়ে সতর্ক করেছে হামাসও। সশস্ত্রগোষ্ঠীটির সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসরাইলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে সম্মান করা। তিনি বলেন, ‘ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষেরই সম্মান করা উচিত এবং এটিই [জিম্মিদের] ফিরিয়ে আনার একমাত্র উপায়। তার (ট্রাম্প) হুমকির কোনো মূল্য নেই। এ ধরনের বার্তা বিষয়গুলোকে আরও জটিল করে তোলে।’ এদিকে গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে

জাতিসংঘ। অনেক বিশ্লেষকরাও একই মত। ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এ প্রস্তাব। কিন্তু নিজের বক্তব্য থেকে সরছেন না ট্রাম্প। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডান ও মিসর যদি গাজা নিয়ে তার পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তিনি ‘সম্ভবত’ দেশগুলোর জন্য সহায়তা বন্ধ করে দেবেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আরব দেশগুলো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো এবং উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান কাদের উদ্দেশে হুঁশিয়ারি, ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি বিএনপির ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নিজের এআই ভিডিও শেয়ার দিয়ে যা বললেন ম্যাক্রোঁ বঞ্চিত ৬৫ কর্মকর্তার পদোন্নতির দাবি আন্তর্জাতিক এআই সনদে সই করল না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম মুচলেকায় ছাড়া পেলেন প্রকাশক শতাব্দী ভব মানিকগঞ্জে ফোনে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা গুগল ম্যাপে বদলে গেল মেক্সিকো উপসাগরের নাম ট্রাম্পকে সতর্ক করল হামাস বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নেই কেন, প্রশ্ন দেবের ইয়ুথ সামিট স্টার্টআপে নিবন্ধন আহ্বান সার কারখানার সাবেক সেই হিসাব রক্ষকের ৯১ গাড়ি-জমিজমা জব্দ যেসব কারণে ম্যানসিটির কাছে হারতে পারে রিয়াল অপারেশন ডেভিল হান্ট: ৬০৭ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৭৭৫ আ.লীগের নারী কর্মীকে হাত-পা বেঁধে পিটুনি, পুলিশে সোপর্দ ওসিসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ফিক্সিং কাণ্ডে নারী ক্রিকেটার সোহেলী ৫ বছর নিষিদ্ধ