ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী
বাংলাদেশের গার্মেন্টসশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে অবৈধ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা
প্রতিদিন এগারোটা খুন: জুলাই সন্ত্রাসীদের রক্তাক্ত উপহার
ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি
‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন
*জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা*
আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
জুলাই সনদে সই করবে না গণফোরাম ছাড়াও বামপন্থি ৪ দল
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে গণফোরাম এবং বামপন্থি চারটি রাজনৈতিক দল। আগামী শুক্রবার অনুষ্ঠতি হওয়ার কথা এই অনুষ্ঠানটি।
গতকাল ১৫ই অক্টোবর, বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা।
তিনি বলেন, ‘আমরা পাঁচটি দল সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করছি।’
জানা গেছে, সই না করার সিদ্ধান্ত নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাসদ ও গণফোরাম।
সাংবাদিকদের মাসুদ রানা বলেন, সংবিধানের মূলনীতির আলোচনা এই উদ্দেশের অন্তর্ভুক্ত নয়। আদর্শিক-রাজনৈতিক বিষয়গুলোকে আলোচনার বাইরে রাখা উচিত। কারণ, এ ব্যাপারে দলগুলোর মধ্যে
ঐকমত্য সম্ভব নয়। তাই এই অংশে আলোচনার সময়ে আমরাসহ চারটি দল ওয়াকআউট করেছিলাম। এর বাইরেও দুটি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল, এই বিষয়টি বাদ দিয়ে সনদ রচিত হবে। কিন্তু চূড়ান্ত খসড়ায় তার প্রতিফলন আমরা দেখিনি। আমাদের জাতি গঠনের ইতিহাসটাও ভুলভাবে উপস্থাপিত হয়েছে এই সনদে। যা মোটেই গ্রহণযোগ্য নয়। এদিকে ড. কামাল হোসেনের গড়া দল গণফোরাম হুঁশিয়ারির মাধ্যমে জানিয়েছে, ১৯৭১ সালের ২৬শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে— এটি যতক্ষণ নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই সনদে স্বাক্ষর করবেন
না।
ঐকমত্য সম্ভব নয়। তাই এই অংশে আলোচনার সময়ে আমরাসহ চারটি দল ওয়াকআউট করেছিলাম। এর বাইরেও দুটি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল, এই বিষয়টি বাদ দিয়ে সনদ রচিত হবে। কিন্তু চূড়ান্ত খসড়ায় তার প্রতিফলন আমরা দেখিনি। আমাদের জাতি গঠনের ইতিহাসটাও ভুলভাবে উপস্থাপিত হয়েছে এই সনদে। যা মোটেই গ্রহণযোগ্য নয়। এদিকে ড. কামাল হোসেনের গড়া দল গণফোরাম হুঁশিয়ারির মাধ্যমে জানিয়েছে, ১৯৭১ সালের ২৬শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে— এটি যতক্ষণ নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই সনদে স্বাক্ষর করবেন
না।



