 
                                                        
                                ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
 
                                সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার
 
                                সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ
 
                                স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট
 
                                ঢাকায় আরেকটি জাপানি সিনেমা
 
                                সালমান শাহ: ২৯ বছর পর হত্যা মামলা, রহস্যের জট খুলছে না কেন
 
                                অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ
 
                                সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১
গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
 
                             
                                               
                    
                         কিংবদন্তি গীতিকবি, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। ২০২২ সালের এই দিনে মারা যান তিনি। গুনী এ মানুষটির মৃত্যুবার্ষিকী উপলক্ষে  বারিধারার বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতিমদের জন্য রয়েছে খাওয়ার ব্যবস্থা। এ ছাড়া বাদ মাগরিব রাজধানীর বারিধারা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সারফরাজ আনোয়ার উপল। 
অন্যদিকে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে গাজী মাজহারুল আনোয়ার স্মরণে রয়েছে কিছু আয়োজন।
১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। গান লেখা শুরু হয় ১৯৬৪ সালে রেডিও পাকিস্তান থেকে। এরপর বিটিভির জন্মলগ্ন 
থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি। সিনেমায় তাঁর প্রথম লেখা গান ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ২০ হাজারেরও বেশি গান রচনা করেছেন। তাঁর রচিত বেশ কিছু গান এখনও শ্রোতার মুখে মুখে ফিরে। তিনি ৪২টি ব্যবসাসফল সিনেমার পরিচালক ও প্রযোজক এবং দেড়শর মতো সিনেমার চিত্রনাট্যকার। একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন তিনি। এ ছাড়া সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।
                    
                                                          
                    
                    
                                    থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি। সিনেমায় তাঁর প্রথম লেখা গান ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ২০ হাজারেরও বেশি গান রচনা করেছেন। তাঁর রচিত বেশ কিছু গান এখনও শ্রোতার মুখে মুখে ফিরে। তিনি ৪২টি ব্যবসাসফল সিনেমার পরিচালক ও প্রযোজক এবং দেড়শর মতো সিনেমার চিত্রনাট্যকার। একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন তিনি। এ ছাড়া সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।



