কে হচ্ছেন হামাসপ্রধান? – ইউ এস বাংলা নিউজ




কে হচ্ছেন হামাসপ্রধান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ | ১০:৫৫ 29 ভিউ
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে ইসরাইল। আগে ইসমাইল হানিয়া, পরে সিনওয়ার- পরপর দুই শীর্ষ নেতাকে হত্যা করল ইসরাইল। এরপর হামাসের নতুন নেতা কে হবেন- তা নিয়ে চলছে জল্পনা। শনিবার সিএনএনের প্রতিবেদনে কয়েকজন শক্তিশালী নেতার নাম তুলে ধরা হয়। প্রতিবেদন অনুসারে, বিশ্লেষকরা জানিয়েছেন, গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। এদিকে সিনওয়ারের ডেপুটি খলিল আল-হাইয়াকেও সম্ভাব্য উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার তিনি বলেছেন, গাজা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না ও জিম্মিদেরও ফিরিয়ে দেওয়া হবে না। হামাসের প্রভাবশালী নেতাদের একজন খালেদ মেশাল। তিনি

সংগঠনের রাজনৈতিক শাখার সাবেক প্রধান। সিনওয়ার হত্যাকাণ্ডের পর হামাসের হাল তিনিও ধরতে পারেন। এর আগে জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে হত্যা করা হয়। হানিয়ার মৃত্যুর পর সিনওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সামরিক ও রাজনৈতিক নেতার দায়িত্ব পালন করছিলেন। শুধু ইসমাইল হানিয়া বা ইয়াহিয়া সিনওয়ারই নন, ইসরাইল আগেও হামাসের একাধিক নেতাকে হত্যা করেছে। তাদের মধ্যে ২০০৪ সালে হত্যা করা হয় সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে। এ হত্যাকান্ডের কয়েক সপ্তাহ পরই নিহত হন তার উত্তরসূরি আবদেল আজিজ রানতিজি। প্রতিষ্ঠার পর হামাস এভাবে কয়েকজন শীর্ষ নেতাকে হারালেও বারবারই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। তবে এ মুহূর্তে তারা কীভাবে আবার সংগঠিত হবে, তা নিয়ে বলা কঠিন।

কেননা, সিনওয়ারের নেতৃত্বে হামাসের সাংগঠনিক কাঠামোয় কতটা পরিবর্তন এসেছে, সেটি পরিষ্কার নয়। হামাসের দুই শীর্ষ নেতা নিহত হওয়ার পর সংগঠনে নিজের ক্ষমতা সুসংহত করেছিলেন ইয়াহিয়া সিনওয়ার। গাজায় হামাসের একক সিদ্ধান্তপ্রণেতা হিসাবে অবির্ভূত হন তিনি। এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যা নিয়ে ইরান জানিয়েছে, এতে প্রতিরোধ বাহিনীগুলোর চেতনা আরও শক্তিশালী হবে। লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধকে নতুন ও গতিশীল ধাপে নিয়ে যাওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা সুতা ডাম্পিং করছে ভারত হুমকিতে দেশীয় শিল্প জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয়, ইঙ্গিত সিইসির জেল থেকে পালিয়েছেন আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষ সময়ে বই বিক্রি বাড়বে, আশা প্রকাশকদের আফগান শরণার্থীদের গ্রেফতার করছে পাকিস্তান, জাতিসংঘের উদ্বেগ এডিবির নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ লন্ডনে শিশু কিশোরদের নিয়ে ‘এসো বাংলা শিখি’ প্রতিযোগিতা মালয়েশিয়ায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু মুসলিম ‘গণহত্যার’ জন্য ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ট্রাম্পের মস্কোঘেঁষা নীতি, উদ্বেগে ইউরোপ জার্মানিতে নির্বাচনে এগিয়ে ডানপন্থি সিডিইউ আজ থেকেই র‌্যাব, পুলিশ ও এন্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান: আইজিপি সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরোনো পথে ‘সারাদিন কষ্ট করে যে টাকা পাই, তা নিয়ে বাড়ি ফিরতে ভয় হয়’ মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ‘মেঘমল্লার’ সিনেমার নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন রাচিনের সেঞ্চুরিতে হেরে বাংলাদেশের সেমির আশা শেষ সাজেকে পুড়ে ছাই ৯৪ রিসোর্ট রেস্তোরাঁ দোকান সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন