এপ্রিলে বাড়বে তাপমাত্রা রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




এপ্রিলে বাড়বে তাপমাত্রা রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:১৭ 6 ভিউ
ষড়ঋতুর বাংলাদেশে প্রতিবছর এপ্রিল মাস থেকে শুরু হয় তাপপ্রবাহ। এবারও এপ্রিলের শুরুতেই মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ যা অব্যাহত রয়েছে। এ ছাড়া চলতি মাসে এক থেকে দুটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে যা থেকে একটি নিম্নœচাপ অথবা ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসের গড় তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এপ্রিল মাসের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে বলেছেন, এপ্রিল মাসে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি ধরনের এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি

হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগের যেসব জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে সেগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী। এ ছাড়া মৌলভীবাজার, রাঙ্গামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকবে। কত তাপমাত্রা থাকলে কী বলা হয় : কোনো জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ হলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। এ ছাড়া কোনো জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪১.৯ ডিগ্রি দেখা দিলে সেখানকার আবহাওয়া তীব্র তাপপ্রবাহ ধরা

হয়। ৪২ ডিগ্রি থেকে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এপ্রিল মাসের কখন কী সম্ভাবনা : ৫ থেকে ৬ তারিখের দিকে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভবনা দেখছেন আবহাওয়াবিদরা। এরপর আবার ১০ থেকে ১২ এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এরপর থেকেই বাড়তে থাকবে তাপমাত্রা। এ ছাড়া এ মাসে ৫ থেকে ৭টি বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনাও রয়েছে। তা ছাড়া ১ থেকে ৩ দিন কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কেমন ছিল ২০২৪ সালের তাপপ্রবাহ : গত বছর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৩৫ দিন দেশে তাপপ্রবাহ ছিল। গত বছরের তাপমাত্রা ছিল বিগত ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে গবেষণা খাতে সংকট: বৈজ্ঞানিক অগ্রগতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ইয়াঙ্কিস ও মেটস আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে: এরিক ‌‌অ‍্যাডামস্ ট্রাম্পের গাড়ির উপর শুল্ক: আমেরিকায় কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধি ট্রাম্প প্রশাসনে ছাঁটাই, নতুন শুল্ক আরোপ ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ২২ মিলিয়ন মানুষ মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতি মামলা স্থায়ীভাবে বাতিল ঈদ আনন্দে প্রবাসীদের পাশে ছিল না ফ্রান্স দূতাবাস ৫৫ সদস্যের বাংলাদেশ উদ্ধার ও চিকিৎসা দল নেপিদোতে পৌঁছেছে এনডোবার সিটিতে ঈদের আনন্দ প্রবীণদের নিয়ে সেন্টারলাইট হেলথকেয়ারের ঈদ উদযাপন হোমকেয়ারে অস্থিরতা ‘ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর’ ৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন তীব্র হলো বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে কান ধরিয়ে ওঠবস ও সমাজচ্যুতে মীমাংসা আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর মার্কিন শুল্কে রপ্তানি খাতে উদ্বেগ অবশেষে লবণবাহী ট্রাক ধরে মামলা দিল পুলিশ ঈদেও নিষ্ক্রিয় সেই সব ‘কিংস পার্টি’