
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’

এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী

রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে

বিএনপির মঞ্চে গান গাইলেন পলকের ভগ্নিপতি, কর্মীদের ক্ষোভ

হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা

হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ

উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি
এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত

তিন বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এবং এক ব্যক্তিকে দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে না রাখার বিধান রেখে গঠনতন্ত্র চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার এনসিপির সাধারণ সভায় গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদন পায় বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গঠনতন্ত্রের নানা দিক তুলে ধরেন আখতার।
এই নেতা বলেন, সারা দেশের কাউন্সিলরদের ভোটে স্বতন্ত্রভাবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দুই বারের বেশি সাধারণ সম্পাদক কিংবা সভাপতি থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর। মেয়াদের শেষ তিন মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল সম্পন্ন করতে হবে।
‘কেন্দ্রীয়
সভাপতি ও সাধারণ সম্পাদক দলের নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক পর্ষদ নির্বাচিত হবে সারা দেশের কাউন্সিলরদের ভোটে যার সদস্য হবে ১১ থেকে ১৫ জন সদস্য, যেখানে অন্তত তিনজন নারী থাকবেন।’ কেন্দ্রীয় কমিটি, অঙ্গ সংগঠনের নির্বাহী কমিটি ও জেলা মর্যাদার কমিটির পাঁচজন করে সদস্য, উপজেলা এবং থানা পর্যায়ের কমিটির দুজন সদস্যের সমন্বয়ে গঠন করা হবে জাতীয় কাউন্সিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই
মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে ইসি। তবে এনসিপি এখনও নিবন্ধনের আবেদন করেনি। দলটি বলেছে, নিবন্ধনের আবেদন করার ব্যাপারেও শুক্রবারের সভায় সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরিফুল ইসলাম আদীব, সামান্তা শারমিন, সারজিস আলম ও আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক দলের নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক পর্ষদ নির্বাচিত হবে সারা দেশের কাউন্সিলরদের ভোটে যার সদস্য হবে ১১ থেকে ১৫ জন সদস্য, যেখানে অন্তত তিনজন নারী থাকবেন।’ কেন্দ্রীয় কমিটি, অঙ্গ সংগঠনের নির্বাহী কমিটি ও জেলা মর্যাদার কমিটির পাঁচজন করে সদস্য, উপজেলা এবং থানা পর্যায়ের কমিটির দুজন সদস্যের সমন্বয়ে গঠন করা হবে জাতীয় কাউন্সিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই
মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে ইসি। তবে এনসিপি এখনও নিবন্ধনের আবেদন করেনি। দলটি বলেছে, নিবন্ধনের আবেদন করার ব্যাপারেও শুক্রবারের সভায় সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরিফুল ইসলাম আদীব, সামান্তা শারমিন, সারজিস আলম ও আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।