এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত – ইউ এস বাংলা নিউজ




এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ১১:২১ 48 ভিউ
তিন বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এবং এক ব্যক্তিকে দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে না রাখার বিধান রেখে গঠনতন্ত্র চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার এনসিপির সাধারণ সভায় গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদন পায় বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গঠনতন্ত্রের নানা দিক তুলে ধরেন আখতার। এই নেতা বলেন, সারা দেশের কাউন্সিলরদের ভোটে স্বতন্ত্রভাবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দুই বারের বেশি সাধারণ সম্পাদক কিংবা সভাপতি থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর। মেয়াদের শেষ তিন মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল সম্পন্ন করতে হবে। ‘কেন্দ্রীয়

সভাপতি ও সাধারণ সম্পাদক দলের নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক পর্ষদ নির্বাচিত হবে সারা দেশের কাউন্সিলরদের ভোটে যার সদস্য হবে ১১ থেকে ১৫ জন সদস্য, যেখানে অন্তত তিনজন নারী থাকবেন।’ কেন্দ্রীয় কমিটি, অঙ্গ সংগঠনের নির্বাহী কমিটি ও জেলা মর্যাদার কমিটির পাঁচজন করে সদস্য, উপজেলা এবং থানা পর্যায়ের কমিটির দুজন সদস্যের সমন্বয়ে গঠন করা হবে জাতীয় কাউন্সিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই

মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে ইসি। তবে এনসিপি এখনও নিবন্ধনের আবেদন করেনি। দলটি বলেছে, নিবন্ধনের আবেদন করার ব্যাপারেও শুক্রবারের সভায় সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরিফুল ইসলাম আদীব, সামান্তা শারমিন, সারজিস আলম ও আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা রশিদপুরে কূপে গ্যাসের সন্ধান, মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট স্বর্ণের দামে ফের রেকর্ড ‘পল্লী বিদ্যুতের কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা’ ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯ শতাংশ ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ এক রাতে ইউক্রেনে ৮ শতাধিক ড্রোন ও ১৩ ক্ষেপণাস্ত্র হামলা ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান খান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর গোপনে বাগদান সেরেছেন রাশমিকা-বিজয় বৃদ্ধাশ্রমে ভক্তদের আয়োজনে নচিকেতার জন্মদিন দেশে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড ৭ সেপ্টেম্বর শিল্পকলায় সাবিনা ইয়াসমিন-এর একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব ভেনিসে আবেগে কেঁদে ফেললেন ‘দ্য রক’, অস্কারের পথে? তিন খানকে এক সুতোয় গাঁথছেন আরিয়ান? স্বর্ণের দাম আরও বাড়ল দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল