ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশ আবার সারের জন্য ফেটে পড়ছে—এই হলো বিদেশিদের পোষ্য জামাতি ইউনুস সরকারের আসল চেহারা!
‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক
আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা
‘ওই নূতনের কেতন ওড়ে’
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী
তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি
আওয়ামী লীগের জনপ্রিয় নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিত আগুন–সন্ত্রাস?
এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী
সম্প্রতি জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে দেখা যাচ্ছে নারীদের। তবে এবার অমুসলিম নারী তার ফেসবুকে জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করছেন।
গত বুধবার (১২ মার্চ ) সকাল সাড়ে ৬ টার দিকে কৃষ্ণা বালা রানী নামে এক অমুসলিম নারী জামায়াতে ইসলামীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন।
কৃষ্ণা বালা রানী পোস্টে লেখেন, এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব।
পোস্টে তিনি লেখেন, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সংসদ সদস্য পদপ্রার্থী খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, মঙ্গলবার ( ১২ আগস্ট) সকালে আবারও তিনি ফেসবুক পোস্ট দেন জামায়াতকে নিয়ে।
কৃষ্ণা বালা রানী ফেসবুক পোস্ট.............‘জামায়াতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই। অন্যন্য দলের নেতাকর্মীরা টাকা/সম্পদ পাওয়ার
জন্য রাজনীতি করে আর জামায়াত কর্মীরা টাকা/সম্পদ দলে দিয়ে রাজনীতি করেন।’ পোস্টের কমেন্টে লেখেন, অনেকে বলছে জামায়াত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে। আসলে বিষয়টা একদম ভিন্ন আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকে একটা আর্থিক অংশ অমুসলিম শাখায় আমরা জামায়াত কে সদিচ্ছায় দিয়ে থাকি। আমার ছোট বোন মেজো বোন, দাদারা সবাই কম বেশি দিয়ে থাকেন এবং এই টাকা গুলো আমাদের সমাজের কল্যাণের জন্য তারা ব্যায় করেন।
জন্য রাজনীতি করে আর জামায়াত কর্মীরা টাকা/সম্পদ দলে দিয়ে রাজনীতি করেন।’ পোস্টের কমেন্টে লেখেন, অনেকে বলছে জামায়াত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে। আসলে বিষয়টা একদম ভিন্ন আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকে একটা আর্থিক অংশ অমুসলিম শাখায় আমরা জামায়াত কে সদিচ্ছায় দিয়ে থাকি। আমার ছোট বোন মেজো বোন, দাদারা সবাই কম বেশি দিয়ে থাকেন এবং এই টাকা গুলো আমাদের সমাজের কল্যাণের জন্য তারা ব্যায় করেন।



