আগৈলঝাড়ায় গুলিতে তরুণ নিহত, দুটি মামলা – ইউ এস বাংলা নিউজ




আগৈলঝাড়ায় গুলিতে তরুণ নিহত, দুটি মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৫:০৬ 53 ভিউ
বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিতে মাদক ব্যবসায়ী নিহত, র‌্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বিকালে র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করেছেন। মামলায় পলাতক দুজন এবং আজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে। সরেজনি দেখা যায়, ঘটনার পর থেকে ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আহত ও নিহতের বাড়িতে কোনো পুরুষ নেই। নিহত সিয়াম মোল্লার চাচাতো বোন কলেজছাত্রী মীম আক্তার বলেন, সিয়াম কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সোমবার সিয়াম সারা দিন ঘরেই ছিল। বিকালে রাকিবকে নিয়ে বের হওয়ার পর আমরা এ দুর্ঘটনার সংবাদ পাই। সিয়ামের মা জোসনা বেগম ছেলের শোকে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রাকিব মোল্লার সহপাঠী আলী হোসেন বলেন, আমরা সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বারপাইকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছি। সোমবার রাকিব আর আমি একই সঙ্গে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছি। সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে। র‌্যাবের মাদক অভিযানে গুলির ঘটনায় মঙ্গলবার বিকালে র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করেছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মামলার আসমিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বলেন, র‌্যাবের সাদা পোশাকধারী সদস্যরা সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লা পাড়ায় মাদক উদ্ধার অভিযান

চালায়। এ সময় উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লা, খালেক মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী রাকিব মোল্লার নেতৃত্বে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে র‌্যাব সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিবকে আহত করে। এ সময় র‌্যাব সদস্যরা আÍরক্ষার্থে পালটা গুলি চালালে মাদক ব্যবসায়ী সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয়। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। রাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প, ‘বিশেষ সম্পর্ক’ জোরদারের আশা দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির সাবেক ডিসি সুলতানার জামিন স্থগিত চেয়ে আবেদন বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? কঠিন চ্যালেঞ্জের মুখে সুশীলা কার্কি লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০ মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড, মৃত্যু ১৩ অস্কারে যাচ্ছে ইরানের ছবি নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত রাজধানীতে আজ কোথায় কী ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট তরুণদের সর্বনাশা লিগ! ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস টিভিতে আজকের খেলা আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর