রাতে ভয়াবহ সংঘাতের আশঙ্কা, অনড় দুপক্ষ – ইউ এস বাংলা নিউজ




রাতে ভয়াবহ সংঘাতের আশঙ্কা, অনড় দুপক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ | ৫:৩৩ 18 ভিউ
ইসলামাবাদ এখন কিছুটা শান্ত। কিন্তু দুপক্ষ নিজ নিজ সিদ্ধান্তে অটল থেকে শহরের দুপ্রান্তে অবস্থান করছে। এতে রাতে ফের ভয়াবহ সংঘাতের আশঙ্কা থেকেই গেল। মঙ্গলবার (২৬ নভেম্বর) বহু বাধা উপেক্ষা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে জড়ো হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়ে। এতে মুহূর্তে সমাবেশস্থল ইসলামাবাদের ডি-চক জনশূন্য হয়ে যায়। কিন্তু গুলি ও টিয়ার গ্যাসের মধ্যেই আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। প্রতিবারই পুলিশ ও রেঞ্জার্স-এর বাধার মুখে বিক্ষোভকারীরা এক পর্যায়ে ডি-চকের আশপাশের এলাকায় অবস্থান নেন। বিবিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যার পর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে ডি-চক এলাকা নিয়ন্ত্রণ করছে।

অপরদিকে গুলির খবরে বুশরা বিবির গাড়িবহর সেভেন অ্যাভিনিউয়ের দিকে যেতে বাধ্য হয়েছে। তারা সেখানে অবস্থান নিয়েছেন। বলেছেন, আবারও ডি-চকের দিকে তারা অগ্রসর হবেন। এদিকে সেভেন অ্যাভিনিউ ও ডি-চকের আশপাশের এলাকার বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়, দুপক্ষ পৃথক অবস্থানে থাকলেও রাত বাড়ার সাথে সাথে ইসলামাবাদে উত্তেজনা বাড়ছে। পিটিআই সমর্থকরা আশেপাশের এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে। তেমনি ব্যাপক প্রস্তুতি নিয়ে ডি-চকে নিরাপত্তা বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে। আপাতদৃষ্টিতে সংঘর্ষ এড়িয়ে গেলেও বড় ধরনের সংঘাতের আশঙ্কা কাটেনি। ইমরান খান এখনও কারাগারে রয়েছেন। তিনি এক্স-বার্তায় তার অনুসারীদের ‘শেষ পর্যন্ত লড়াই’ করার এবং তাদের দাবি পূরণ না

হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে পার্শ্ববর্তী শহরগুলো থেকে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে রাজধানীতে ডাকা হয়েছে। পুলিশ বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছে। এ ধরনের প্রস্তুতিতে দেশটিতে সম্ভাব্য রাতের পরিস্থিতি নিয়ে নানা গুঞ্জন চলছে। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকে এ বিক্ষোভ হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না নিয়ে ঘরে ফিরবেন না বলে শপথ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেছেন, সবাই চলে গেলেও ডি-চক তিনি ছাড়বেন না। যদি ছাড়তে হয় তবে তিনিই হবেন শেষ নারী। ডি-চক অভিমুখে রোড মার্চের একপর্যায়ে দেওয়া বক্তব্যে মিছিলকারীদের উদ্দেশ্যে বুশরা বিবি বলেন, তিনি তার স্বামী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান

খানকে ব্যতীত ডি-চক ছেড়ে যাওয়া শেষ নারী হবেন। যদিও বুশরা বিবিই এখনও ডি-চকে পৌঁছাতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত! আওয়ামী লীগের মোট ১৩৩ ভিআইপি গ্রেপ্তার সেই আলাউদ্দিন নাসিম এখন দুদকের জালে এক্স নিয়ে মাহির ভিডিও পোস্ট! লাখ লাখ ভারতীয় হারাবে মার্কিন নাগরিকত্ব! সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদকে রাষ্ট্রপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত! হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: ইনু ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চাই: মির্জা ফখরুল সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার ‘টু ডব্লিউ’র বন্ধুত্ব কেন শত্রুতায় পৌঁছেছিল ৯ কোটি টাকা নেওয়ার পরও হদিস মেলেনি ব্যবসায়ীর জমে উঠেছে বিপিএল, এখনো প্লে-অফের দৌড়ে ৬ দল তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প তুরস্কে হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১০ নওগাঁর মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি আ: রাজ্জাক ও সম্পাদক পলাশ নিউ ইয়র্কে লায়না সহ ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস