নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত – ইউ এস বাংলা নিউজ




নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:০০ 10 ভিউ
যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার মতে, দেড় বছরের মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত এবং সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন। তার সাক্ষাৎকারের ভিত্তিতে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ বিষয়ে তাদের দলীয় বক্তব্য কাছে তুলে ধরেছেন। জাতীয় নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত

বলে মনে করেন তারা। সেনাপ্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি। সেজন্যই নির্বাচনের দরকার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সেনাপ্রধান হিসাবে তার অবজারভেশন তো উনার কাছে, উনার বিবেচনা থেকে বলেছেন-তা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে আমরা যেটা বলেছি, খুব লম্বা সময়ও নয়, স্বল্প সময়ও নয়-শুধু একটা নির্বাচন সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করতে যে সময় সেই সময়টুকুই নেওয়া উচিত। দিন-মাস-ঘণ্টা বেঁধে

দেওয়ার মতো ম্যাচুরিটি এখনো আসেনি। পরিস্থিতি আমরা আরেকটু পরে গেলে হয়তো নির্দিষ্ট দিনের কথা বলতে পারব। আরেকটু দেখতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মাত্র দেড় মাস সময় হলো। অনেকগুলো সংস্কার প্রয়োজন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। আরেকটা কথা হলো যে, রাষ্ট্রে সংস্কার অনেকগুলো, সেগুলো একটা নির্বাচিত জনপ্রতিনিধিরা করতে পারবে। কিন্তু অরাজনৈতিক এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো-একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারটুকু দরকার-জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে আছে, এই জায়গাতে হাত দিতে যেটুকু সময় লাগে সেটুকু সময় নেওয়াই উচিত। তাহলে জাতি বুঝতে পারবে কোন সময় গ্রহণযোগ্য। এখানে মাস-দিন-ঘণ্টার চেয়ে পরিস্থিতিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটুকুকেই আমরা যৌক্তিক বলে

মিন করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮ মাতৃরূপে ঈশ্বরের উপাসনা আ.লীগ সরকারের রাজনৈতিক ‘হাতিয়ার’ ছিল উচ্চ আদালত আরজি করে কতটা চাপে মমতা ইউনিক আইডি কার্ড থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন দুই কোটি কর্মক্ষম মানুষ ভুগছেন মনোরোগে ৪.৫ মাত্রার ভূমিকম্প, পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাল ইরান? চলতি মাসেই ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে ফোন, হ্যাকার থেকে বাঁচবেন যেভাবে মন্ত্রণালয়ের তুঘলকি সিদ্ধান্ত হুমকিতে ট্রাভেল ব্যবসা দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জন আটক ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন দুর্গাপূজা শুরু মহাসপ্তমী আজ গরিবদের ইলিশ খাওয়াতে বিশেষ উদ্যোগ হারুনকে নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ ক্ষতি পোষাতে নজর নগদ সহায়তার দিকে ১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা চীন-ভারত যুদ্ধের কারণে বিয়ে হয়নি রতন টাটার