নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪
     ৬:২৬ পূর্বাহ্ণ

নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:২৬ 337 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমরা যে সংস্কারের কথা বলছি, তা নিজ ঘর থেকে শুরু করতে হবে। কারণ দালাল, চাঁদাবাজ, সিন্ডিকেটের সদস্যরা কোনো না কোনো পরিবারের সদস্য। বিগত সরকার গত ১৬ বছরে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে। আজ শনিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, লুটপাট, শোষণ, নির্যাতন, নিপীড়ন করার যে মানসিকতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। এই নোংরা সিস্টেম যদি দূর করতে পারি তাহলে অবশ্যই পরিবর্তন

আসবে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের নিজেদের সংস্কার গ্রাম থেকে শহর, শহর থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে পৌঁছাবে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেটি বাস্তবায়ন করতে পারব।’ ঠাকুরগাঁওয়ে মামলা মামলা খেলা চলছে জানিয়ে এ সমন্বয়ক বলেন, ‘আসামি করা আর নাম বাদ দেওয়া নিয়ে বাণিজ্য হচ্ছে। আমরা এর জন্য আন্দোলন করিনি। এসব বন্ধ করতে হবে, না হলে আমরা ব্যবস্থা নেব। সনাতন ধর্মের মানুষরা এতদিন বুঝে না বুঝে শুধু নৌকাকে পছন্দ করতো। আসলে আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ একার কারও নয়, দেশ সবার।’ অভিভাবকদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনাদের সন্তানদের চিকিৎসক, ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। কারণ জাতীয়

সংসদে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা রাজনীতিতে না এলে কম মেধাবীরা সেই স্থান দখল করবে।’ ‘হাজারও ছাত্র-জনতার শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো অপশক্তি সেই স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।’, যোগ করেন তিনি। সীমান্ত হত্যার বিষয়ে সারজিস বলেন, সীমান্তে মানুষকে গুলি করে মারছে বিএসএফ। কোনো গুলির বিচার ফ্যাসিস্ট হাসিনা করতে পারেননি। এবার সীমান্তে হত্যাকাণ্ড চালালে সবাইকে নিয়ে তার উচিত জবাব দেওয়া হবে। এ সময় সমন্বয়ক মো. সজীব হোসেনী, সুবাস, রেদোয়ান, রকিব মাসুদসহ জেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সনিক টিউনার কুয়াশার দাপটে বাড়ছে শীতের অনুভূতি আন্দোলনের মুখে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা এনএসআই’র ১৩ কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে মাঠে দুদক দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: জয়সওয়াল ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকা লেনদেনের তথ্য ৬ শান্তিরক্ষীর অশ্রুসজল বিদায় পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা ৪০০ বছর পর চিঠি বিলি বন্ধ করছে ড্যানিশ পোস্ট অফিস দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০ নজিরবিহীন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েল, শীর্ষ ক্রেতা কারা চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর অবয়ব থেকেই নির্ধারণ হবে রোগীর চিকিৎসা শীতে খসখসে হাত পায়ের যত্ন নেবেন যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউবে কথা বলবেন জননেত্রী শেখ হাসিনা ‘জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই হাদিকে সরিয়েছে’— মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত জামায়াত আমিরের ভিডিও প্রমাণ: ময়মনসিংহে গণপিটুনিতে নিহত হিন্দু যুবক পুলিশের হেফাজতেই ছিলেন, কারখানা থেকে ছিনিয়ে নেওয়া হয়নি