ইউ এস বাংলা নিউজ ডেক্স
কৃষক দলের কেন্দ্রীয় দুই নেতাকে অব্যাহতি
দুই কেন্দ্রীয় নেতাকে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল। বৃহস্পতিবার কৃষক দলের দফতর সম্পাদক শফিকুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) সৈয়দ সাইফুদ্দিন আহমেদ ও আরেক সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো. বদিউল আলম বদরুলকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।