বাগেরহাটে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড: হাত-পা বাঁধা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, তীব্র উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫
     ১১:৪২ অপরাহ্ণ

বাগেরহাটে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড: হাত-পা বাঁধা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, তীব্র উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ | ১১:৪২ 11 ভিউ
বাগেরহাট সদর উপজেলায় নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা। আজ সকালে মুনিগঞ্জ সেতুর (Munigunj Bridge) নিচ থেকে হাত-পা দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতা ইব্রাহীম ভাই (৬৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্ব দাবি করেছে, এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। নিহত ইব্রাহীম ভাই বাগেরহাট সদর উপজেলার নোনাডাংগা এলাকার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে মুনিগঞ্জ ব্রীজের নিচে স্থানীয় কয়েকজন ব্যক্তি পা বাঁধা অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেন। খবর পেয়ে বাগেরহাট সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে

পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা নেতা ইব্রাহীম প্রথমে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালানোর পর শ্বাসরোধ বা আঘাতের মাধ্যমে হত্যা করে মরদেহটি সেতুর নিচে ফেলে দেয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার আগে তাকে নির্যাতন করা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। 'আওয়ামী লীগ কর্মীদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই' এই নৃশংস ঘটনার পর পুরো বাগেরহাট জেলায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডকে সরাসরি রাজনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে বিরোধী পক্ষকে দায়ী করেছেন। ক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়:

"ইব্রাহীম ভাই ছিলেন দলের একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁকে যে কায়দায় হত্যা করা হয়েছে, তা থেকে স্পষ্ট যে এর পেছনে রয়েছে গভীর চক্রান্ত। আমরা আজ অত্যন্ত ক্ষোভের সাথে বলছি—এই দেশে আওয়ামী লীগ কর্মীদের আজকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এভাবে পা বাঁধা অবস্থায় মারা যান, তাদের জীবনের মূল্য কি নেই?" বিবৃতিতে আরও বলা হয়, এই হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি নিশ্চিত করেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যারহস্য উন্মোচনে এরই মধ্যে তদন্ত

শুরু হয়েছে। পুলিশ সুপার বলেন, "আমরা সকল দিক খতিয়ে দেখছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।" বাগেরহাট থেকে এই বার্তা, মনে রেখো বাংলাদেশ: একজন প্রবীণ রাজনৈতিক কর্মীর পা বাঁধা মরদেহ আজ দেশের নিরাপত্তার প্রশ্নে এক কঠিন প্রশ্নচিহ্ন রেখে গেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা জেএমবিএফ-এর প্রতিবেদন: অন্তবর্তী সরকারের অধীনে বাংলাদেশে আইনজীবীদের ওপর দমন-পীড়নের চিত্র বৈদেশিক অর্থায়ন ব্যর্থ, তহবিলের টাকায় ইস্টার্ন রিফাইনারি-২ নির্মাণের সিদ্ধান্ত জামায়াত কি আদৌ মওদুদীর ‘বিকৃত আকিদা’ ঝেড়ে ফেলতে পেরেছে? নাকি আগের পথেই আছে? শেখ হাসিনা: যারা আগুন দিয়েছে, লুটপাট করেছে, তাদের চিহ্নিত করে রাখুন, পাই পাই হিসাব নেওয়া হবে শীত আসার আগেই রাজধানীতে তীব্র গ্যাস সংকট: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ নাগরিকরা বৈদেশিক অর্থায়ন ব্যর্থ, তহবিলের টাকায় ইস্টার্ন রিফাইনারি-২ নির্মাণের সিদ্ধান্ত পুলিশ-র‌্যাবের পক্ষে শেখ হাসিনার শক্ত অবস্থান: ‘আন্দোলনকারীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়’ ডিসেম্বরে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ: ঝুঁকির মুখে ১৬ লাখ শিশু বিজিএমইএ’র বিবৃতি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও উপ-প্রেস সচিবের বক্তব্য বিভ্রান্তিকর আবারও বাংলাদেশি জেলে অপহৃত: সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ? আন্তর্জাতিক গনমাধ্যমে শেখ হাসিনাঃ তিনিই জাতির কান্ডারী- সৈয়দ বোরহান কবীর বিএনপি দমনে আসছে ‘অপারেশন ডেভিল হান্ট–টু’ ধাঁচের যৌথ অভিযান; যৌথবাহিনীর নেতৃত্বে আইএসআই-লিঙ্কড বিতর্কিত কর্মকর্তা বাগেরহাটে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড: হাত-পা বাঁধা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, তীব্র উত্তেজনা ঢাকায় মার্কিন কমান্ডো খুন: মোদি ও পুতিনকে হত্যার ভয়াবহ চক্রান্ত ফাঁস! আইএমএফ: দুর্বল ব্যাংকগুলোকে অঙ্গীকারনামার ঋণ দিলে আর্থিক খাতে ঝুঁকি বাড়বে পিবিডিএফ-এ উপদেষ্টা আসিফ মাহমুদ সিন্ডিকেটের রমরমা নিয়োগ বাণিজ্য: শিবির-এনসিপির ২৩৮৮ জনের পদায়ন জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ প্রতিবেদন: দায়বদ্ধতার প্রয়াস, নাকি রাজনৈতিক হাতিয়ার? উত্তরায় ট্রাফিক সার্জেন্টকে ভয়ঙ্কর হুমকি: ‘৫ আগস্টে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, আপনাদেরও রাখব’ জরিপে চমক: ৬৯.৪৩% মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে চায়, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ৯৮% মানুষের অনাস্থা