জনগণের সহযোগিতায় আওয়ামী লীগের মিছিলঃ রাজনৈতিক মহল বলছে ‘অরাজক শাসনামলে সমতা আনতে পারে শুধু আওয়ামী লীগ’ – ইউ এস বাংলা নিউজ




জনগণের সহযোগিতায় আওয়ামী লীগের মিছিলঃ রাজনৈতিক মহল বলছে ‘অরাজক শাসনামলে সমতা আনতে পারে শুধু আওয়ামী লীগ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ৭:৫৬ 13 ভিউ
কুড়িল থেকে মতিঝিল পর্যন্ত আওয়ামী লীগের কর্মীদের মিছিলে জনমানুষের অভূতপূর্ব সহযোগিতা দেখা গেছে। বিএনপি-জামায়াত ও পুলিশের হামলার মুখে স্থানীয়রা আওয়ামী লীগের কর্মীদের আশ্রয় দিয়েছে, রক্ষা করেছে এবং নিরাপদে স্থানত্যাগে সাহায্য করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাকে ‘জনগণের স্পষ্ট সংকেত’ বলে মনে করছেন, যা ইউনূসের অরাজক শাসনামলের ১৪ মাসে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা আওয়ামী লীগ দিয়ে পূরণের ইঙ্গিত দেয়। কুড়িলের মিছিলে বিএনপি-জামায়াতের কর্মীরা পুলিশের সঙ্গে মিলে হামলা চালালে স্থানীয় বস্তিবাসীরা আওয়ামী লীগের কর্মীদের তাদের ঘরে লুকিয়ে রক্ষা করে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা জানি, এরা আমাদেরই লোক। বিপদে ফেলব না।” অনুরূপ ঘটনা ঘটে মতিঝিলে। এখানে আওয়ামী লীগের মিছিলের উপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা করতে এলে পথচারীরা তাদের প্রতিহত করে

মিছিলকে নিরবিঘ্ন পথ দিয়েছে। মিছিল শেষে কর্মীরা তড়িঘড়ি বাসে উঠে স্থান ছাড়ার সময় কিছু জায়গায় বাসের হেল্পাররাও ভাড়া নেয়নি। পুলিশের ভয়ে কর্মীরা জনাকীর্ণ স্থানে মিশে যায় বা চায়ের দোকানে অবস্থান নেয়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে রক্ষা করেছে। প্রায় ৩৫টির বেশি মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে, কিন্তু কোথাও শোনা যায়নি স্থানীয়রা মিছিলকারীদের ধরিয়ে দিয়েছে। বরং সবাই নিরাপদে যার যার বাসায় এলাকায় ফিরেছে। ইউনুস সরকারের পক্ষ থেকে মিছিলকারীদের ধরিয়ে দিতে ৫০০০ টাকা পুরষ্কারের ঘোষনা থাকলেও, কেউই সেই টাকার লোভে নিজেদের সত্ত্বা বিকিয়ে দেয় নি। এই ঘটনাগুলো রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত ১৪ মাসে ইউনূসের শাসনামলে সৃষ্ট পাওয়ার ইমব্যালান্স একমাত্র আওয়ামী লীগই

সমতা গড়তে পারে। ড. রাহাত হোসেন বলেন, “জনগণ বুঝতে পেরেছে, অরাজকতা এই পরিস্থিতিতে রাজনৈতিক শূন্যতা পূরণ করতে আওয়ামী লীগের মতো সংগঠিত শক্তি দরকার। নিজেদের নিরাপত্তার জন্য তারাই সবচেয়ে নির্ভরযোগ্য। এটা জনমতের পরিবর্তনের স্পষ্ট সংকেত।” আরেক বিশেষজ্ঞ, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ হোসেন মন্তব্য করেন, “পূর্বের মিছিলগুলোতে জনগণ নিরপেক্ষ ছিল বা বিরোধী। কিন্তু আজ তারা সক্রিয়ভাবে সাহায্য করছে। এটা প্রমাণ করে, ইউনুসের শাসনামলের ব্যর্থতায় জনমানুষ আওয়ামী লীগের প্রতি ফিরে এসেছে।” আওয়ামী লীগের এক কর্মী বলেন, “জনগণের এই ভালোবাসা আমাদের শক্তি দিয়েছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব।” রাজনৈতিক মহল বিশ্বাস করছে, এই সংকেত থেকে বড় পরিবর্তনের সূচনা হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ ১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে মানুষের ঢল অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হলো কারাগারে এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক কারাগারে পাঠানো হলো যে ১৫ সেনা কর্মকর্তাকে শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের স্থান দেবে বেলিজ সরকার হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে প্লেন, নিহত ২ গাজায় হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১ অস্ট্রেলিয়ায় ‘বীরাঙ্গনার বয়ান’ মঞ্চস্থ: মুক্তিযুদ্ধে নারীদের অদম্য সাহসের আখ্যান জনগণের সহযোগিতায় আওয়ামী লীগের মিছিলঃ রাজনৈতিক মহল বলছে ‘অরাজক শাসনামলে সমতা আনতে পারে শুধু আওয়ামী লীগ’ অবিচলতার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আপসহীন প্রতিরোধ সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি নেত্রকোণায় “মুক্তিযোদ্ধা হত্যা” মামলার সাক্ষী-উকিলদের গ্রেপ্তার: রাজাকারের ভাই জিপির নির্দেশে নির্যাতনের অভিযোগ পুতিনের শর্ত না মানলে ‘ধ্বংস’ হবে ইউক্রেন: ট্রাম্পের কড়া সতর্কবার্তা ‘কোটা না মেধা? মেধা মেধা’ স্লোগানদাতারা কেন চাকরিতে নারী কোটার পক্ষে ফিরতে চায় এখন? ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি অস্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন