
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২

মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত

শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল

অবশেষে উচ্ছেদ হলো আগারগাঁওয়ের ‘কেকপট্টি’

সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

ডিসির স্বাক্ষর জাল করলেন প্রধান শিক্ষক!
গাড়ি থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে মহাসড়কে সামুরাই ও দেশীয় অস্ত্র নিয়ে চলন্ত প্রাইভেটকার থামিয়ে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পেছনের গাড়ি থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ২৫-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি দল প্রাইভেটকার থামিয়ে কাঁচ ভাঙচুর করে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই। তাদের বেশিরভাগের গায়ে পোশাক ছিল না, কেবল হাঁটু পর্যন্ত লুঙ্গি পরা। লুটপাট শেষে তারা পাশের ধানক্ষেতের অন্ধকারে পালিয়ে যায়।
ভিডিও ধারণকারী প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তিনি বগুড়া
থেকে ঢাকায় ফিরছিলেন। তখনই মহাসড়কের ঢাকাগামী লেনে এই দৃশ্য চোখে পড়ে। পরে প্রাইভেটকারটি টোলপ্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। তাঁদের মধ্যে এক বৃদ্ধের মাথায় গুরুতর আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাত বা ভাঙা কাঁচের টুকরোতে তারা আহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি তাদের এলাকায় নয়, যমুনা সেতু পশ্চিম থানার আওতায়। যমুনা সেতু পশ্চিম থানার এসআই আব্দুল কাদের ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে প্রকাশ্যে মহাসড়কে এভাবে দুধর্ষ ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কে নিরাপত্তা জোরদার ও দুষ্কৃতকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি তুলেছেন স্থানীয়রা।
থেকে ঢাকায় ফিরছিলেন। তখনই মহাসড়কের ঢাকাগামী লেনে এই দৃশ্য চোখে পড়ে। পরে প্রাইভেটকারটি টোলপ্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। তাঁদের মধ্যে এক বৃদ্ধের মাথায় গুরুতর আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাত বা ভাঙা কাঁচের টুকরোতে তারা আহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি তাদের এলাকায় নয়, যমুনা সেতু পশ্চিম থানার আওতায়। যমুনা সেতু পশ্চিম থানার এসআই আব্দুল কাদের ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে প্রকাশ্যে মহাসড়কে এভাবে দুধর্ষ ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কে নিরাপত্তা জোরদার ও দুষ্কৃতকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি তুলেছেন স্থানীয়রা।