রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত: ইউএনএইচসিআর প্রধান – ইউ এস বাংলা নিউজ




রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত: ইউএনএইচসিআর প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ | ৭:০১ 23 ভিউ
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি হুঁশিয়ারি দিয়েছেন যে, রোহিঙ্গা সংকটের মূল উৎপত্তি ও একমাত্র সমাধান মিয়ানমারের ভেতরেই সম্ভব, এবং দেশটির পক্ষ থেকে সাহসী রাজনৈতিক পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে 'মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি' বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ফিলিপ্পো গ্রান্ডি স্মরণ করিয়ে দেন, আট বছর আগে মিয়ানমার সেনাদের নির্মম সহিংসতায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়, এবং বর্তমানে নতুন সংঘাতের কারণে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করেছে। সব মিলিয়ে দেশটি প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ইউএনএইচসিআর প্রধান বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "অসংখ্য

চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ এখনো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে... তারা দেখিয়েছে, উদাসীনতা ও দায়িত্বহীন মনোভাব যখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, সে সময়েও সহানুভূতি দেখানো সম্ভব।" গ্রান্ডি অভিযোগ করেন যে, আরাকান আর্মি রাখাইনের বেশিরভাগ এলাকা দখল করলেও রোহিঙ্গাদের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সেখানে রোহিঙ্গারা এখনো গ্রেপ্তার ও আটক হওয়ার ভয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় সীমিত প্রবেশাধিকার, চলাফেরায় নিষেধাজ্ঞা এবং জোরপূর্বক শ্রম ও নিয়োগের শিকার হচ্ছেন। তিনি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের সহায়তার প্রশংসা করলেও বাংলাদেশে মানবিক সহায়তা তহবিলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, যথেষ্ট তহবিল না এলে জরুরি সহায়তা কাটছাঁট করতে হতে

পারে, যার ফলে শিশুদের পুষ্টিহীনতা বাড়বে এবং আরও রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবে। গ্রান্ডি বৈশ্বিক সম্প্রদায়কে তহবিল, পুনর্বাসন, শিক্ষা এবং শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। তবে তিনি জোর দিয়ে বলেন, শুধু মানবিক সহায়তা এই সংকট সমাধান করতে পারবে না। তিনি প্রভাবশালী দেশগুলোকে মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানের জন্য আস্থা পুনঃস্থাপন করতে আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই কুমিল্লায় শেখ হাসিনার জন্মদিন পালন, যুবলীগের তিন নেতা গ্রেপ্তার এনসিপির জন্য ইসির তালিকায় রয়েছে যেসব প্রতীক ভারতে কবে আসছেন নিজেই জানালেন মেসি, যেভাবে মিলবে টিকিট ফ্লোটিলার হানা দিয়েও থেমে নেই ইসরায়েল, দিলো আরও কঠোর বার্তা টানা ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড় হারতে হারতে জিতল বাংলাদেশ দেউলিয়াত্ব ঠেকাতে ২ হাজার কোটি মার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণা: অনুসন্ধানে ৬০৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের তথ্য ১৪ অক্টোবর থেকে আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা বিশ্বমানের আয়োজনের প্রাণকেন্দ্র আইসিসিবি ব্যবসা মন্দা, রাজস্বে ঘাটতি চাপ বাড়াবে আইএমএফ এআই প্রযুক্তির নিশ্ছিদ্র নিরাপত্তা সেবার নিশ্চয়তা বসুন্ধরা আবাসিক এলাকায় ৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে কি ছুটি, যা বলছে মাউশি যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ২ গাজা উপকূলে নৌবহর আটক ‘বেআইনি’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বেচ্ছায় আয়ারল্যান্ড ছাড়লেই মিলবে নগদ অর্থ ৪০ জাহাজ আটক, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব বেলজিয়ামের নরওয়েতে জনপ্রিয় হচ্ছে ইসলাম দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ