আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ – ইউ এস বাংলা নিউজ




আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:২৬ 27 ভিউ
আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এই অজুহাতে দেশের বাজারেও আবার সয়াবিন ও পাম তেলের দাম বাড়াতে চাপে রেখেছে পরিশোধন কারখানাগুলোর মালিকপক্ষ। তারা লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাবব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে। সরকারও কতটুকু বাড়ানো যেতে পারে, তা নির্ধারণে হিসাব-নিকাশ করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের প্রস্তাবিত মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। তাই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) মাধ্যমে নতুন দাম নির্ধারণে পর্যালোচনা করা হচ্ছে। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘দাম বাড়তে পারে ঠিকই, তবে সেটা কতটা হবে, সে বিষয়ে এখন হিসাব করা হচ্ছে।’ সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন বিটিটিসি চেয়ারম্যান

মইনুল খান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ব্যবসায়ীরা দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১,২০০ ডলার পর্যন্ত বেড়েছে। সেই কারণেই তারা দেশীয় বাজারে প্রতি লিটারে ১০ টাকা করে বাড়ানোর দাবি তুলেছেন। তবে বারবার এমন অজুহাতে দাম বাড়ানোতে ক্ষোভে ফুঁসছে নিম্নআয়ের মানুষ। ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যে তেলের দাম আবার বাড়ানোর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় কাজ করা রোজিনা বেগম বলেন, ‘প্রায়ই তেলের দাম বাড়ে। মাইনসে খাইবো কী? শুধু ব্যবসায়ীদের সুবিধা দেখলে তো হবে না!’ সিলেটের লামাপাড়ার বাসিন্দা আব্দুল মালেক বলেন। ব্যবসায়ী সিন্ডিকেট নানা ছুতোয়

কেবল দাম বাড়াতে চায়। সরকারও নানা সুবিধা পেয়ে তাদের কাছে আতসমর্পন করে। কেউ সাধারণ মানুষের কথা ভাবেনা। বিশেষজ্ঞরাও মনে করছেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ঘন ঘন মূল্যবৃদ্ধি জনজীবনে মারাত্মক চাপ সৃষ্টি করছে। সরকারের উচিত দরিদ্র ও সীমিত আয়ের মানুষের ওপর প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি আন্তর্জাতিক অপশক্তির সাথে সম্পৃক্ত শিশু বক্তার দম্ভোক্তি: আমরা এখন আর আঞ্চলিক খেলোয়াড় না বন্ধ হচ্ছে সিইপিজেডের কারখানাগুলো: সংকট ধামাচাপায় সংবাদ প্রকাশে বাধা দিলেও দাবিয়ে রাখা যায়নি শ্রমিকদের অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি নিজ ভূখণ্ডে পাকি বিমানবাহিনীর বোমাবর্ষণ: নারী-শিশুসহ নিহত ৩০, অস্বীকার সরকারের অন্ধকারের হাতছানি বিগ চেঞ্জ পদক পেয়ে ড. ইউনূস: মানুষের সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ দূর্গাপুজায় ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চট্টগ্রামঃ উচ্চ ঝুঁকিতে পাঁচ জেলা বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে রাজধানীতে আজ কোথায় কী ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ঘোষণা স্পেনের ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস লিটনদের ভারত পরীক্ষা আজ কী ঘটেছিল ইতিহাসের এই দিনে কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে আবার রেকর্ড ট্রাম্প কিছুতেই নোবেল পেতে পারেন না : ফ্রান্সের প্রেসিডেন্ট