ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খলিল-তৈয়্যব-আখতার বিমানের নতুন পরিচালক: নেপথ্যে বোয়িং কেনার ‘প্যাকেজড ডিল’?
হিউম্যান রাইটস ওয়াচ: নির্বাচনের আগে বাংলাদেশে নারী-শিশু এবং সংখ্যালঘুদের ওপর বাড়ছে সহিংসতা
নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা
ফ্রিল্যান্সার পোর্টালের বিপর্যয় : নিছক ভুল নাকি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার নমুনা?
কারাগারে আওয়ামী লীগ সমর্থিতদের মৃত্যুর মিছিল, ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে বাড়ছে প্রশ্ন
আন্তর্জাতিক নজরে বাংলাদেশ: একতরফা নির্বাচন, সংখ্যালঘু নিপীড়ন ও বৈধতার পতন
খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক
যে কারণে আগাম অবসর চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক আগাম অবসর চেয়েছেন। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে আগাম অবসরের জন্য তিনি ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেছেন। কেন্দ্রীয় ব্যাংক তার আগাম অবসরের বিষয়টি বিবেচনা করছে।
জানা গেছে, গত জুনে তাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে রাজশাহী অফিসে বদলি করা হয়। ওই সময়েও তিনি আগাম অবসর চাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তখন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিস্ট বিভাগের কয়েকজন কর্মকর্তা বলেন, এখন সবেমাত্র বদলি করা হয়েছে। এ অবস্থায় আগাম অবসর চাইলে তা দৃষ্টিকটু দেখায়। বলা হবে, বদলির কারণে আগাম অবসর চেয়েছেন। পরে আর তিনি আগাম অবসরের আবেদন করেননি। তার চারকরির মেয়াদ আছে আর
মাত্র চার মাস। আগামী ডিসেম্বরেই তার অবসরে যাওয়ার কথা। এ কারণে এখন আগাম অবসর নিলে তিনি আর্থিকভাবে কোনো ক্ষতির মুখে পড়বেন না। এছাড়া তিনি হার্টের সমস্যায় ভুগছেন। তার হার্টে ভালভ লাগানো রয়েছে। রাজশাহীতে থাকতে হয় একা। পরিবার থাকে ঢাকায়। বর্তমানে স্বাস্থ্যগত কারণে তিনি ঢাকা থেকে রাজশাহী প্রতি সপ্তাহে ভ্রমণ করতেও পারছেন না। এসব কারণে আগাম অবসর চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ছিলেন। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলে বর্তমানে সরকার এসে তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে তিনি নির্বাহী পরিচালকের পদে ছিলেন।
মাত্র চার মাস। আগামী ডিসেম্বরেই তার অবসরে যাওয়ার কথা। এ কারণে এখন আগাম অবসর নিলে তিনি আর্থিকভাবে কোনো ক্ষতির মুখে পড়বেন না। এছাড়া তিনি হার্টের সমস্যায় ভুগছেন। তার হার্টে ভালভ লাগানো রয়েছে। রাজশাহীতে থাকতে হয় একা। পরিবার থাকে ঢাকায়। বর্তমানে স্বাস্থ্যগত কারণে তিনি ঢাকা থেকে রাজশাহী প্রতি সপ্তাহে ভ্রমণ করতেও পারছেন না। এসব কারণে আগাম অবসর চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ছিলেন। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলে বর্তমানে সরকার এসে তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে তিনি নির্বাহী পরিচালকের পদে ছিলেন।



