ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:০৮ পূর্বাহ্ণ

ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৮ 59 ভিউ
ইউনূস সরকারের সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা পেতে এবং ইমিগ্রেশন পার হতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতেও বাংলাদেশিদের বাড়তি জেরা, হয়রানি এবং সন্দেহের চোখে দেখা যেন নিয়মে পরিণত হয়েছে। পর্যটক থেকে শুরু করে ইউটিউবার, এমনকি ট্রাভেল ব্লগাররাও বাদ যাচ্ছেন না এই বিড়ম্বনা থেকে। তাছাড়া পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন তুলে ফেলা, জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বিনা ভিসায় ভ্রমণ চুক্তি বাংলাদেশি পাসপোর্টের অবনমন হচ্ছে বলে মনে করছেন সুধীজন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি— ইউনূস সরকারের শুরু থেকেই শুরু হয়েছে বাংলাদেশের পাসপোর্টের অবমূল্যায়ন। ভিসা পলিসিতে পরিবর্তন না এনে, বিদেশে

অবৈধ অভিবাসন রোধে কার্যকর পদক্ষেপ না নিয়ে, বরং কিছু ক্ষেত্রে রাজনৈতিক সুবিধার্থে বিদেশে মানবপাচার-সুলভ পরিস্থিতি সৃষ্টি করায় বাংলাদেশি পাসপোর্টের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা নষ্ট হয়েছে। গত জুনে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিয়ে কলম্বো গিয়েছিলেন সাইফুর রহমান। বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে ও আরও পাঁচজন বাংলাদেশিকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কান কর্মকর্তারা। তাদের স্পষ্ট ভাষায় বলা হয়, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসার অপব্যবহার করছেন— তাই এই অতিরিক্ত জেরা। সাধারণ পর্যটক থেকে শুরু করে পেশাদার ট্রাভেল ব্লগাররাও এই হয়রানির শিকার হচ্ছেন। ট্রাভেল ব্লগার নাদির নিবরাস সম্প্রতি সেশেলস ভ্রমণে গিয়ে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হন যেখানে, হোটেল বুকিং যাচাই, রিটার্ন টিকিট দেখানো, এমনকি মাদাগাস্কার থেকে পরবর্তী গন্তব্যের

টিকিট না থাকায় সঙ্গে সঙ্গে নতুন টিকিট কিনতে বাধ্য হন। স্পেনের পাসপোর্টধারী তার বন্ধুকেও শুধু তার সঙ্গে থাকার কারণে ব্যাংক ব্যালেন্স প্রমাণ করতে বলা হয়। তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অন অ্যারাইভাল বা ই-ভিসা দেশে প্রবেশ করতে গেলেই বাড়তি জেরা, সময় নষ্ট ও অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হয় সব কিছু ঠিকঠাক থাকার পরও। আমি যেহেতু ইউটিউবার পরিচয়ে পরিচিত, তাই আমায় তেমন প্রশ্ন করা হয় না। কিন্তু অন্য বাংলাদেশিদের দেখেছি একের পর এক জেরায় পড়তে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন অ্যাজেন্সি গত কয়েক মাস ধরে নিয়মিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাচ্ছে। এদের মধ্যে দীর্ঘদিন অবৈধভাবে বসবাসকারীদের পাশাপাশি সদ্য বিমানবন্দরে

পা রাখা বাংলাদেশিও রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৪ মাসে অন্তত ৩ হাজারের মত বাংলাদেশি ফিরে এসেছেন। কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় গেলেও বাংলাদেশিদের কাছে বিধি মোতাবেক হোটেল বুকিং, ফিরতি টিকিট কিংবা পর্যাপ্ত অর্থের সংকুলান প্রমাণ করতে না পারার অভিযোগে বিমানবন্দরে পা রাখামাত্র তাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে। এমন কড়াকড়ি আরোপের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, মালয়েশিয়ায় বসে উগ্রবাদের প্রচার-প্রসার ও জঙ্গিবাদে অর্থায়নসহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার প্রমাণ সাপেক্ষে অনেক বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদিকে, জাল কাগজপত্রে ভিসার জন্য আবেদন বেড়ে যাওয়ায়, ঢাকায় অবস্থিত থাই দূতাবাস সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানায়- ভুয়া কাগজ দিয়ে ভিসার জন্য আবেদন করলে, তা বাতিল বা

প্রত্যাখ্যান করা হবে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রায়ই থাইল্যান্ডে ঢোকার আগে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। গত মাসে অন্তত ১০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি পারমিটধারী বাংলাদেশিরা বাহরাইনে ভিসা-অন-অ্যারাইভাল পেলেও তাদের পাসপোর্ট, হোটেল বুকিং, রিটার্ন টিকিট, এমনকি হাতে থাকা অর্থ বারবার যাচাই করা হচ্ছে। ফারুক নামে এক প্রবাসী জানান, ইমিগ্রেশন চেকপয়েন্ট পেরোতেই তাকে তিন দফা জেরা এবং কাগজপত্র যাচাইয়ের সম্মুখীন হতে হয়। মিসরে ভিসা অন অ্যারাইভাল থাকলেও এখন তা শুধু নির্দিষ্ট দেশগুলোর ব্যবহৃত ভিসাধারীদের জন্য সীমিত। যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, শেনজেন, জাপান, নিউজিল্যান্ড। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে কমপক্ষে ৫ হাজার ডলার। এমনকি প্রবাসী বাংলাদেশিরাও শুধু তখনই এই সুবিধা পাবেন,

যদি তারা ‘হোয়াইট কালার জব’ করেন এবং তা প্রমাণ করতে পারেন। এদিকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া— অন অ্যারাইভাল ভিসাও বন্ধ করেছে। লাওস, কাজাখস্তান, উজবেকিস্তান অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ থাকায় তারাও ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ড, মালয়েশিয়ায় ই-ভিসা জটিলতায় ফেরত পাঠানো হচ্ছে অনেককে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, এ জন্য আমরাই দোষী। আমরা মিথ্যা তথ্য দেয়ায় ভুল পাসপোর্ট দেয়ায় এমনটা হচ্ছে। তিনি জানান, এমনকি তিনি নিজেও মার্কিন ভিসা নবায়নের সময় ১৮টি প্রশ্নের উত্তর দিতে বাধ্য হয়েছেন। বিশ্লেষকদের মতে, ইউনূস সরকারের সময় থেকেই বাংলাদেশি পাসপোর্টের আন্তর্জাতিক মর্যাদা ক্ষয় হতে শুরু করে। যা এখনো চলমান। অনেক দেশ বাংলাদেশি পাসপোর্টধারীদের সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। একসময়

যে দেশগুলো অনায়াসে ভিসা দিত, এখন সেই দেশগুলোই নানা শর্ত আরোপ করছে, অন অ্যারাইভাল সুবিধা প্রত্যাহার করছে বর্তমান সরকারের সময়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অকার্যকর হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের যে আশ্বাস দিলেন গভর্নর দুর্বল ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণা, বসছে প্রশাসক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি মামদানি? শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের গণহত্যার ছায়ায় শাহরুখ খানের বিলিয়নিয়ার হয়ে ওঠার গল্প বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল শাড়ি নিয়ে প্রতারণা, গ্রেফতার হতে পারেন তানজিন তিশা অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি আপনার পুরো সপ্তাহের পরিকল্পনা করে দেবে গুগলের ‘এআই মোড’ আট মাসে মালয়েশিয়া ভ্রমণ করেছেন ২ লাখেরও বেশি বাংলাদেশি বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন ভারতে দেবমূর্তির সাড়ে চার কেজি সোনা চুরি, পুরোহিতসহ গ্রেপ্তার ৩ যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধা-দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা মার্কিন তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় ব্যর্থ ট্রাম্প পেঁপে খাওয়ার সঠিক উপায়: কাঁচা না পাকা—কোনটা বেশি উপকারী? বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ লন্ডনের মেয়র সাদিক খান অভিনন্দন জানালেন মামদানিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল, ৬৬ জনের মৃত্যু মোহাম্মদপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক