শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ | ৭:৩৭ 34 ভিউ
সিলেটের জকিগঞ্জের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ১২ যুবকের অস্ত্র হাতে মহড়ার ছবিতে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা তুঙ্গে ওঠে স্থানীয়দের মাঝে। শনিবার বিষয়টি নজরে এলে প্রতিক্রিয়া জানান সুশীল সমাজের সদস্যরা। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব ছবি। উপজেলার ঐতিহ্যবাহী হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন এবং প্রতিভা নিবাসের মতো আবাসিক প্রতিষ্ঠানের সামনে এই মহড়া চলে। এই যুবকরা কে বা কারা এবং কি উদ্দেশ্যে তাদের এমন মহড়া, এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায়, দা, ছুরি, লাঠিসহ ১২ জন যুবক পাশাপাশি হেঁটে যাচ্ছে। তাদের চোখে মুখে কোনো ভয় নেই। তিনটি প্রতিষ্ঠানে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে

এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে গেছে। মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্ত্র হাতে বহিরাগতদের এমন ছবির সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত এদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক বলেন, প্রতিষ্ঠান ছুটির পর কিংবা বন্ধের দিনে হয়তো এ ভিডিও ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন ভীতিকর ভিডিও ধারণ গুরুতর অপরাধ যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, শৃঙ্খলা ও মর্যাদা নষ্টের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তাদের প্রতিষ্ঠানে এসবের স্থান হবে না। স্থান নয়, এটি শিক্ষার মর্যাদা, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। কিছু সংখ্যক ব্যক্তি

আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ও নিন্দনীয় ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেছে, যা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তারা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (আজ) এ ব্যাপারে করণীয় বিষয়ে জরুরি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার সিঙ্গাপুরের সামনে যত চ্যালেঞ্জ গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ ভারত থেকে পোশাক কেনা স্থগিত করছে মার্কিন কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল ‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ