হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত – ইউ এস বাংলা নিউজ




হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৫৮ 41 ভিউ
আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই মন্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ সব আটজন আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ। জুলিয়াস ডেব্রাহ বলেন, প্রেসিডেন্ট ও সরকার নিহত সৈনিক ও কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। নিহতদের মধ্যে

আরও যারা রয়েছেন তারা হলেন, জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহ-সভাপতি স্যামুয়েল সারপং। ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার সকালে রাজধানী আক্রা থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর একটি বিমানবাহিনীর হেলিকপ্টার ওবুয়াসি শহরের দিকে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায়, সেটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং হেলিকপ্টারে থাকা তিন ক্রু ও পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন। প্রথমে মন্ত্রণালয় নিহতদের পরিচয় জানায়নি, পরে নিশ্চিত করা হয় যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাই ছিলেন এই যাত্রায়। প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ একজন চিকিৎসক থেকে রাজনীতিবিদে পরিণত হন।

তিনি ২০১২-২০১৭ সালে জন মাহামার সরকারে যোগাযোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। তিনি সম্প্রতি বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। মে মাসে তিনি ঘানার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ওয়াগাডুগু সফর করেন। বোআমাহ শিগগিরই A Peaceful Man in an African Democracy শীর্ষক বই প্রকাশ করতে যাচ্ছিলেন। এটির বিষয়বস্তু ছিল ২০১২ সালে মারা যাওয়া সাবেক প্রেসিডেন্ট জন আত্তা মিলস। জুলিয়াস ডেব্রাহ জানান, এ ঘটনায় দেশজুড়ে সব জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং প্রেসিডেন্ট মাহামা এ দিন সব ধরনের সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল ‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ শিবচরে এনসিপি’র চার নেতার পদত্যাগ বন্ধু বদল করলেন মোদি! ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরাইলের, নিহত ২৪৫ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র ৩৩ বছর বয়সেই রাষ্ট্রদূত কে এই ড. নাজমুল? তফশিল ঘোষণা কবে, জানালেন সিইসি সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার স্বাধীনের বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার দুই শি-ট্রাম্প কূটনীতিতে ধাক্কা খেয়ে চাপে মোদি জিমে ঘাম ঝরাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা, জানালেন ফিট থাকার রহস্য