ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইওয়ানের – ইউ এস বাংলা নিউজ




ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইওয়ানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৫:০২ 29 ভিউ
নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়ার আয়োজন করেছে তাইওয়ান। মহড়ার কারণে বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইপেই স্থবির অবস্থায় চলে এসেছিল। চীনের আগ্রাসন বা অনুপ্রবেশ শুরু হলে কী করতে হবে, সেসব অনুশীলন করেছে করেছে দেশটির নাগরিকরা। এই অনুশীলন তাইওয়ানের সর্ববৃহৎ বার্ষিক সামরিক মহড়া ‘হান কুয়াং’ মহড়ার অংশ হিসেবে পরিচালিত হয়েছে, যেখানে দ্বীপ রাষ্ট্রটি তার প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে। বিবিসির খবরে বলা হয়, মহড়ার অংশ হিসেবে শহর এলাকায় বাজানো হয় বিমান হামলার সতর্কতা সংকেত। বাসিন্দারা ঘরের ভেতরে আশ্রয় নিয়েছিল। স্থলভাগে চলমান গাড়িও থামিয়ে দেওয়া হয়। শহর দ্রুত কীভাবে ফাঁকা করতে হবে, সেটিও অনুশীলন করানো হয় মানুষকে। চীন আগে থেকেই স্বশাসিত ভূখণ্ডটিকে নিজেদের বলে দাবি করে। ভবিষ্যতে এটিকে

তারা মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে নেবে বলেও জানিয়েছে। গত বছর তাইওয়ানে প্রেসিডেন্ট উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর থেকে উত্তেজনা বাড়তে শুরু করে। চীন লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে। বৃহস্পতিবারের মহড়ায় লাইও অংশ নিয়েছিলেন। তার সঙ্গে অন্যান্য সরকারি কর্মকর্তারাও ছিলেন। আমেরিকান ইনস্টিটিউট অফ তাইওয়ানের প্রধান রেমন্ড গ্রিনও এতে অংশ নেন। আমেরিকান ইনস্টিটিউট অফ তাইওয়ান সেখানে ডে ফ্যাক্টো দূতাবাস হিসেবে পরিচিত। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন শহরে অধাঘণ্টা করে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। নির্ধারিত এলাকাগুলোর বাসিন্দাদের ঘরে আশ্রয় নিতে বলা হয়েছে, অন্যথায় জরিমানা করা হয়। দোকানপাট, রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছে এবং সব যানবাহন থামিয়ে চালকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

তাইপে শহরে স্কুল, মন্দির, সাবওয়ে স্টেশন ও মহাসড়ক থেকে গণহারে উচ্ছেদ করা হয়েছে। একটি কৃত্রিম গণহত্যা পরিস্থিতির চর্চাও করা হয়। আহতদের উদ্ধার ও চিকিৎসা, জরুরি খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন কর্মকাণ্ড চলছে। তাইওয়ানে জনগণের মধ্যে এই মহড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট শি চিনপিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর মতো সক্ষমতা গড়ে তুলতে চাইছেন। তবে তাইওয়ানের নাগরিকদের বড় একটি অংশ এ সম্ভাবনা নিয়ে সংশয় পোষণ করেন। তাইওয়ানের সরকারঘনিষ্ঠ একটি গবেষণা প্রতিষ্ঠান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট (আইএনডিএসআর)-এর এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশের বেশি নাগরিক মনে করেন আগামী পাঁচ বছরে চীন হামলা

চালাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফের শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ফরিদপুরে থানার সামনে বাসে আগুন চীনের মেগা-ড্যামের কাজ শুরু: ভারতের চরম উদ্বেগ ব্রাজিলের বিচারপতিসহ পরিবারের ভিসা বাতিল করলেন যুক্তরাষ্ট্র গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা, আরও ১১৬ ফিলিস্তিনি হত্যা ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ গাজায় এক দিনে ৯০ হামলা চালিয়েছে ইসরায়েল এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষককে মৃত্যুদণ্ড দিল ইরান ‘হাতে বানানো মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের শ্রীলংকাকে ৫ গোল দিয়ে পাঁচে পাঁচ বাংলাদেশের বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ স্ত্রীর ভুল চিকিৎসায় হাত-পা হারালেন শিশু তানভির, চিকিৎসক আটক ব্রহ্মপুত্রের উৎসে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ শুরু চীনের ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইওয়ানের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পরীক্ষা দিলেন গাজার শিক্ষার্থীরা চলতি সপ্তাহে লঘুচাপ সৃষ্টির আভাস এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান