শান্তিতে ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনা কতটা? – ইউ এস বাংলা নিউজ




শান্তিতে ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনা কতটা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৫:১২ 16 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় “ট্রাম্পের অটল ও ব্যতিক্রমী ভূমিকা” রয়েছে। এদিকে, পাকিস্তানও জুনে জানায়, ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে ভূমিকার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করা হবে। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে নেতানিয়াহুর পদক্ষেপ নিয়ে সমালোচনা হয়েছে। সাবেক সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট বলেছেন, এটি ট্রাম্পকে তুষ্ট করার প্রচেষ্টা। যদি ট্রাম্প এই পুরস্কার পান, তবে তিনি হবেন মার্কিন ইতিহাসে পঞ্চম প্রেসিডেন্ট যিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। এর আগে থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন, জিমি কার্টার এবং বারাক ওবামা এই পুরস্কার পেয়েছেন। কীভাবে দেওয়া

হয় নোবেল শান্তি পুরস্কার? ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী, যুদ্ধ ও সামরিক শক্তি হ্রাস এবং জাতির মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে যিনি সর্বাধিক অবদান রাখবেন, তিনিই এই পুরস্কার পাবেন। জীবিত ব্যক্তি বা সক্রিয় প্রতিষ্ঠান মনোনয়নের যোগ্য। প্রতিবছর অক্টোবরে বিজয়ীর নাম ঘোষণা করা হয়, তবে মনোনয়ন জানুয়ারিতেই শেষ হয়। ফলে নেতানিয়াহুর ট্রাম্প মনোনয়ন এ বছর কার্যকর হবে না। সরকার, সংসদ সদস্য, রাষ্ট্রপ্রধান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পূর্বের বিজয়ীরা মনোনয়ন দিতে পারেন। মনোনয়নের তালিকা ৫০ বছর গোপন থাকে, তবে মনোনয়নদাতারা চাইলে তা প্রকাশ করতে পারেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী নির্বাচনের দায়িত্বে থাকে। পাঁচ সদস্যের এই কমিটি নরওয়ের পার্লামেন্ট দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়। ফেব্রুয়ারিতে প্রাথমিক তালিকা তৈরি হয় এবং চূড়ান্ত

সিদ্ধান্ত সাধারণত ঘোষণার কয়েকদিন আগে নেওয়া হয়। পুরস্কারের স্বীকৃতি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি একটি মেডেল, একটি সনদ, প্রায় ১.১৫ মিলিয়ন ডলার (সুইডিশ ক্রোনার) এবং বৈশ্বিক মনোযোগ পান। এ বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ১০ অক্টোবর ঘোষণা করা হবে এবং ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, ওসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ পুরোনো রোগে নতুন ভয় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫ ‘শাপলা’র জন্য লড়াই চালিয়ে যাবে এনসিপি কড়াকড়িতে ভরাডুবি এসএসসিতে সংকটে ব্যাহত জনসংখ্যা নিয়ন্ত্রণ দারিদ্র্যের মাধ্যমে মুমিনের পরীক্ষা ফোনে নারীকে উত্যক্তের জেরে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নেতা গুলিবিদ্ধ, আহত ১৫ লোক সমাগমে ব্যর্থ হয়ে অর্থের বিনিময়ে বৃদ্ধা-শিশুদের এনে ঝিনাইদহে এনসিপির পদযাত্রা তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা: নারী-কিশোরী নিপীড়নের অভিযোগ ধান ভানতেও বিবিসির গীত: রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকার মিডিয়া কাব্য আওয়ামী লীগের বিবৃতি: বিচারব্যবস্থাকে ইউনূস সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা দেশের রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিতিশীলতায় বিদেশি বিনিয়োগ কমছেই বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্ত্রী ও বাবাকে হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা রাতের অন্ধকারে চবি ছাত্রলীগ নেতার উপর কিরিচ হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার