ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের
দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণ: তদন্ত চলছে, সীমান্তে সতর্ক ভারতীয় বাহিনী
দিল্লি হামলাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা মোদির, তদন্তে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ ভারতীয় পুলিশের
যে কোনো দেশের পারমাণবিক পরীক্ষা হলে রাশিয়া ‘সমানভাবে প্রতিক্রিয়া জানাবে’: ল্যাভরভ
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশী জঙ্গির মৃত্যু
বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ
রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি
ইরান-ইসরায়েল যুদ্ধ: শি জিনপিং ও পুতিনের ফোনালাপ
ইরান ও ইসরায়েলের সংঘাতের বিষয় নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এসময় দুই নেতা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত কমানোর বিষয়ে একমত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য জানায় ক্রেমলিন। খবর রয়টার্সের।
ক্রেমলিনে পুতিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিং ‘ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, যা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম লঙ্ঘন করে।’
উশাকভ আরও বলেন, ‘মস্কো এবং বেইজিং উভয়ই মৌলিকভাবে বিশ্বাস করে, বর্তমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত সমস্যাগুলোর কোনো সামরিক সমাধান নেই। এই সমস্যা শুধুমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।’
চীনের
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং ফোনালাপে বলেছেন, পরিস্থিতি শান্ত করতে এই অঞ্চলে ‘বিশেষ প্রভাব’ থাকা ‘প্রধান দেশগুলোর’ কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো উচিত। শি বলেন, ‘যুদ্ধরত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত। যাতে যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়ানো যায়।’ তিনি দুই দেশের বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। এদিকে রাশিয়া সতর্ক করে বলছে, ইসরায়েল-ইরান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে, আরও বাড়লে বিপর্যয় ঘটতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বোমা হামলায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বারবার বলেছেন,
রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত কেউ রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেনি। শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে পুতিন তার মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। পুতিনের সহকারী উশাকভ জানান, চীনা নেতা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে শির এমন সমর্থনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং ফোনালাপে বলেছেন, পরিস্থিতি শান্ত করতে এই অঞ্চলে ‘বিশেষ প্রভাব’ থাকা ‘প্রধান দেশগুলোর’ কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো উচিত। শি বলেন, ‘যুদ্ধরত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত। যাতে যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়ানো যায়।’ তিনি দুই দেশের বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। এদিকে রাশিয়া সতর্ক করে বলছে, ইসরায়েল-ইরান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে, আরও বাড়লে বিপর্যয় ঘটতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বোমা হামলায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বারবার বলেছেন,
রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত কেউ রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেনি। শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে পুতিন তার মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। পুতিনের সহকারী উশাকভ জানান, চীনা নেতা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে শির এমন সমর্থনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।



