ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক
২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব
উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী
পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের
ট্রাম্প বনাম ইরান: যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে? এক গভীর সংকট, তিনটি বিপজ্জনক বিকল্প এবং বৈশ্বিক পরিণতি
ইরানে ‘অপারেশন সিন্ধু’ শুরু করলো ভারত
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইরানে আটকেপড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিন ধরেই ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
এর প্রথম পদক্ষেপ হিসেবে, ভারতীয় দূতাবাস গত মঙ্গলবার (১৭ জুন) ইরানের উত্তরাঞ্চল থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে এনেছে।
এই শিক্ষার্থীদের সড়কপথে আর্মেনিয়ার সীমান্ত পার করিয়ে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছানো হয়েছে। ইরান এবং আর্মেনিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসগুলো পুরো উদ্ধার প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করেছে।
দিল্লি থেকে ভারতের
পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওই শিক্ষার্থীরা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দিল্লির দিকে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন। এর আগেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর একইভাবে ভারত সরকার ইউক্রেন থেকে বহু ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছিল। বর্তমান পরিস্থিতিতে ‘অপারেশন সিন্ধু’ ভারতীয় নাগরিকদের সুরক্ষায় নয়াদিল্লির সক্রিয় পদক্ষেপের একটি অংশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওই শিক্ষার্থীরা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দিল্লির দিকে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন। এর আগেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর একইভাবে ভারত সরকার ইউক্রেন থেকে বহু ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছিল। বর্তমান পরিস্থিতিতে ‘অপারেশন সিন্ধু’ ভারতীয় নাগরিকদের সুরক্ষায় নয়াদিল্লির সক্রিয় পদক্ষেপের একটি অংশ।



