বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’, দাম কত? – ইউ এস বাংলা নিউজ




বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’, দাম কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ৫:১১ 34 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার এবার স্মার্টফোন ব্যবসায় নামছে। ট্রাম্প অর্গানাইজেশন সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা ‘যুক্তরাষ্ট্রে নির্মিত’ দাবি করা একটি সোনালি রঙের স্মার্টফোন বাজারে আনছে, যার মূল্য ধরা হয়েছে ৪৯৯ ডলার। ফোনটির সঙ্গে থাকবে মাসিক ৪৭.৪৫ ডলারের একটি পরিষেবা ফি— যা ট্রাম্পের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার প্রতীকী ইঙ্গিত। বিবিসি জানায়, ট্রাম্প ব্র্যান্ডকে ঘিরে আর্থিক সুযোগ কাজে লাগানোর এটাই তার সাম্প্রতিকতম পদক্ষেপ। তবে এ উদ্যোগ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। স্বার্থের সংঘাত ও নৈতিক প্রশ্ন তুলেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা। ‘যুক্তরাষ্ট্রে তৈরি’ দাবি নিয়ে সন্দেহ প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি মার্কিন উপকরণ দিয়ে ফোন তৈরি করা প্রায় অসম্ভব। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কেরি বিজনেস স্কুলের

অধ্যাপক টিংলং ডাই বলেন, ‘এটা বাস্তবায়ন করতে হলে বিশাল উৎপাদন ক্ষমতা, সরবরাহ চেইন এবং চাহিদা-সবকিছু লাগবে।’ বিশ্লেষকদের মতে, সম্ভবত ফোনটির যন্ত্রাংশ বিদেশ থেকে এনে যুক্তরাষ্ট্রে সংযোজন করা হবে, যাতে ‘মেড ইন ইউএসএ’ তকমা দেওয়া যায়। পরিষেবা দেবে কে? ফোন ও পরিষেবাটি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে বা নেটওয়ার্ক সাপোর্ট কারা দেবে—সে বিষয়ে ট্রাম্প অর্গানাইজেশন এখনো বিস্তারিত জানায়নি। তারা শুধু জানিয়েছে, ট্রাম্প মোবাইল হবে সাশ্রয়ী, দেশপ্রেমিকদের উপযোগী এবং যুক্তরাষ্ট্রে থাকা গ্রাহক সেবাকর্মীদের মাধ্যমে পরিচালিত। এছাড়া বিদেশে কর্মরত মার্কিন সেনা পরিবারের জন্য আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটির প্রি-অর্ডার ইতিমধ্যে শুরু হয়েছে। ট্রাম্পের সম্পদ দ্বিগুণ নিজের নাম ব্যবহার করে বিভিন্ন পণ্যে ট্রাম্প রয়্যালটি

আয় করে থাকেন। রাজনীতিতে প্রবেশের পর ট্রাম্প ব্র্যান্ডের আর্থিক মূল্য আরও বেড়েছে। ২০২৩ সালে তার আয়ে উল্লেখযোগ্য অংশ এসেছে ট্রাম্প ব্র্যান্ডের বাইবেল, ঘড়ি, স্নিকার্স ও সুগন্ধি বিক্রি থেকে। ফোর্বস-এর হিসাবে, বর্তমানে ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ৫.১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। এই বৃদ্ধির পেছনে রয়েছে তার রাজনৈতিক অনুসারীদের সমর্থন এবং তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর বাজারমূল্য। প্রতিযোগিতামূলক বাজারে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রে মোবাইল পরিষেবা বাজারে ইতোমধ্যে ভেরিজন, টি-মোবাইল ও এটি অ্যান্ড টি-এর মতো বড় প্রতিষ্ঠান রয়েছে, যারা অনেক কম খরচে ফোন পরিষেবা দেয়। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প মোবাইল এ বাজারে প্রবেশ করে টিকতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে

রাজনৈতিক অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে বলেও মত তাদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুই সংসার নিয়ে বিপাকে শাকিব, মন্তব্য ঘিরে বিতর্কে জয় ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ভর্তি ৩১৯ ছাত্রশিবির-ছাত্রদল নেতাদের খুনসুটির ভিডিও ভাইরাল সেদিন দিল্লিতে যা যা ঘটেছিল খুলনায় চরমপন্থী শাহাদাতকে গুলি ও কুপিয়ে হত্যা স্বামীকে খুন করিয়ে নতুন সংসার, প্রেমিকের ছোট্ট ভুলে সব ফাঁস ! ট্রাম্পের শরীরে ‘হালাল’ রক্ত! তাই দ্রুত দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাঁকে: ২০০০ মুসলিম ধর্মগুরুর হুঙ্কার পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, পরে তাকে ফাঁসাতেই ধর্ষণের গল্প ফাঁদলেন স্ত্রী ভারতীয় পণ্যে আরও শুল্ক চাপানো হবে: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সিনেমার বিতর্কিত দৃশ্যকে ধর্ষণ বলতে নারাজ তামান্না ভাটিয়া সমুদ্রপাড়ে খোলামেলা রূপে ধরা দিলেন ববি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার এশিয়া কাপে ফিরছেন বাবর আজম ‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’ ‘বেসবলে’ ৬,৭৫০ স্বাক্ষর, ছয় সপ্তাহ ঘুরে বিশ্ব রেকর্ড ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ মার্কিন বিচার বিভাগের ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ ট্রাম্পের শুল্কনীতি সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’: রাশিয়া শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং পরিণত হয়ে উঠেছে: চয়নিকা