হঠাৎ আইনশৃঙ্খলার অবনতি – ইউ এস বাংলা নিউজ




হঠাৎ আইনশৃঙ্খলার অবনতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ৮:০৪ 19 ভিউ
রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। যেভাবে চলছে তা অব্যাহত থাকলে সামনের পরিস্থিতি আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মবর্তারাই। তারা জানান, বেশকিছু কারণে আশঙ্কা বাড়ছে। পুনর্গঠিত জেলা ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটিতে পুলিশকে অবমূল্যায়ন, মব ভায়লেন্স, পুলিশকে ভয় না পাওয়া, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিশেষ করে রাজধানীতে অপরাধের মাত্রা বেশি লক্ষ করা যাচ্ছে। মোহাম্মদপুরসহ অনেক এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক এলাকায় সন্ধ্যার পর সাধারণ মানুষ বাসা থেকে বের হচ্ছেন না। বিশেষ করে রাজধানীতে অপরাধের মাত্রা বেশি লক্ষ্য করা যাচ্ছে। মোহাম্মদপুরসহ অনেক এলাকায় আইনশৃঙ্খলার লাগাম টানা যাচ্ছে না। অনেক এলাকায় সন্ধ্যার পর সাধারণ মানুষ বাসা থেকে

বের হচ্ছেন না। রাজধানীর অন্য এলাকাগুলোর জননিরাপত্তাও হুমকির মুখে। ভুক্তভোগীরা বলছেন, অপরাধের তাৎক্ষণিক প্রতিকার চেয়ে তারা কোনো সুফল পাচ্ছেন না। আগের ধারায় চলে গেছে তাদের রুটিন কাজ। যে কারণে অপরাধীদের বিষয়ে তাদের কাছে আগাম তথ্য নেই। নেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে গোছানো পরিকল্পনা। খেসারাত দিতে হচ্ছে নাগরিকদের। রোববার রাতে রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তাতে দেখা যায়, মধ্যবাড্ডার গুদারাঘাট চার নম্বর গলিতে কয়েকজনের সঙ্গে বসে থাকাকালে দুই যুবক পেছন থেকে কামরুল আহসান সাধনকে কয়েক রাউন্ড গুলি করে নির্বিঘ্নে

চলে যায়। একইদিন রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা এক তরুণের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়-এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়ে। ছিনতাইয়ের শিকার তরুণের নাম আবদুল্লাহ। তার বাড়ি কুমিল্লায়। এ ঘটনায় রোববার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। এর আগে গত ১৯ মে রাতে ঢাকার সাভার থানাধীন ব্যাংক কলোনি এলাকায় শহীদ ইয়ামিন চত্বরের সামনে প্রকাশ্যে গুলি করে শাহীন (৩০) নামের এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। গত ১৮ মে রাতে রাজধানীর নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যে কোপানোর দুই মিনিট ছয় সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা

যায়, সড়কের পাশে পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুই যুবক। হঠাৎ মোটরসাইকেলে আরও দুই যুবক এসে দাঁড়ালেন তাদের সামনে। মোটরসাইকেল স্ট্যান্ড করে মুহূর্তেই তিন যুবক মিলে দাঁড়িয়ে থাকা এক যুবককে মারধর করে মাটিতে ফেলে চাকু দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। কিছুসময় পর যখন নিস্তেজ হয়ে পড়েন ওই যুবক, তখন মোটরসাইকেলে সটকে পড়েন হামলাকারী তিন যুবক। জানা গেছে, হামলার শিকার যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী। গত ১৫ মে ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় অস্ত্র হাতে প্রকাশ্যে ছিনতাইয়ে অংশ নেয় একদল দুর্বৃত্ত। এ সময় জনতার গণপিটুনিতে রাকিব নামে এক ছিনতাইকারী নিহত হয়। গত ২২ এপ্রিল দুপুরে প্রকাশ্যে খুলনার ফুলতলা

উপজেলায় জামিরা পিপরাইল এলাকায় সুমন মোল্লা (২৮) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে চড়ে ফুলতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর কাওরান বাজার রেললাইন এলাকায় প্রকাশ্যে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। পুলিশের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা গেছে, হাতকড়া পরানো এক আসামিকে ধরে রেখেছেন এক পুলিশ সদস্য। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। একপর্যায়ে চাপাতির আঘাতে আহত পুলিশ সদস্যের কাছ থেকে আটক আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে

যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত এপ্রিলে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৬ হাজার ৩৬৮টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩৩৬টি। এছাড়া ডাকাতির ৪৬, দস্যুতার ১৪৯, অপহরণের ৮৮টি ও ৭১৫টি চুরির মামলা। মার্চ মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৬ হাজার ২৪০টি মামলা হয়েছে। ফেব্রুয়ারিতে সারা দেশে মামলা হয়েছে ১৩ হাজার ২টি। এর মধ্যে হত্যা মামলা ৩০০টি। এছাড়া ডাকাতির ৭৪, দস্যুতার ১৫৩, অপহরণের ৭৮টি, ৬৭৩টি চুরির মামলা। জানুয়ারি মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৪ হাজার ৫৭২টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ২৯৪টি। এছাড়া ডাকাতির ৭১, দস্যুতার ১৭১, অপহরণের ১০৫টি, ৭৯৭টি চুরির

মামলা। এছাড়া গত ২৪ দিনে সারা দেশে ২৩টি পুলিশ আক্রান্তের ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য স্থানের তুলনায় রাজধানীতে অপরাধের মাত্রা বেশি। ডিএমপির ৫০টি থানায় বিভিন্ন অপরাধে গত জানুয়ারিতে এক হাজার ৭৯১টি, ফেব্র“য়ারিতে এক হাজার ৫৬৬ মার্চে ১৭৫৪ ও এপ্রিলে ১৫৪৭টি মামলা রুজু হয়েছে। সূত্র বলছে, প্রায় প্রতিদিনই রাজধানীতে কোনো না কোনো চাঞ্চল্যকর অপরাধের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একজন পুলিশ সুপার (এসপি) বলেন, এই সরকার কারও মানবাধিকার লংঘন করতে চায় না। সরকারের নির্দেশনা অনুযায়ী-মানবিক পুলিশিং করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যে দেশের মানুষ নিজের সম্পদ নিজে নষ্ট করে, সেই দেশে মিঠা কথা বলে পুলিশিং করা সম্ভব নয়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা নজর রাখছি। যে কোনো ঘটনা ঘটা পরপরই আমরা অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনছি। সামনের দিনগুলোতে যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুখবর পেতে যাচ্ছেন অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা ‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের দেশের সব সোনার দোকান বন্ধ ঘোষণা মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’ সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন এবার ঢাবিতে প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রীসংস্থা ‘এখনই গাজায় আগ্রাসন থামাও’- সরব হাজারো ইসরায়েলি সেনা ‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার মুসলিম নারী সিনেটরকে হেনস্তার অভিযোগ অস্ট্রেলিয়ায় চাপে সরকারের আর্থিক ব্যবস্থাপনা ইউক্রেন যুদ্ধ বন্ধে ন্যাটো সম্প্রসারণ বন্ধের শর্ত পুতিনের ‘দাসত্ব মেনে নেব না’ জেল থেকে হুংকার ইমরান খানের সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা কুরবানির উপযুক্ত সুস্থ গরু চেনার উপায় এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক প্রতিদিনের যেসব খাবার আপনার হাড়ের ক্ষতি করছে সিন্ধু পানি চুক্তি স্থগিত: পাকিস্তানের হাতে চার বিকল্প