দুর্গাপুরের হত্যা মামলার ৫ আসামি কক্সবাজারে আটক – ইউ এস বাংলা নিউজ




দুর্গাপুরের হত্যা মামলার ৫ আসামি কক্সবাজারে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ৮:০১ 79 ভিউ
রাজশাহী দুর্গাপুর উপজেলার চাঞ্চল্যকর বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যাকাণ্ড মামলার ৫ আসামীকে আটক করেছে র‍্যাব। ‎ ‎র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে ভোর ৪ টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি টিমের সহায়তায় সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। গ্রেপ্তারকৃতরা সবাই দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়। ‎ ‎র‌্যাব আরও জানায়, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আাসামীদের দুর্গাপুর

থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ‎ ‎উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুল হোসেন। ‎ ‎এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীর পলাতক ছিলেন। মামলার পর র‌্যাব-৫ সিপিএসসির এর একটি টিম ঘটনার ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামীদের অবস্থান নিশ্চিত করা হয়। রবিবার (১১ মে) কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রবিউল ইসলাম বলেন, আসামীদের হেফাজতে নেয়া হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির

করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সঞ্চয়পত্রের সুদহার কমছে জানুয়ারি থেকে, উদ্বেগ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের ড. ইউনূসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার হুমকির মুখে জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর ইউনূস আমলে খুন-রাহাজানিতে আতঙ্কিত দেশবাসী: মাসে গড়ে ২৫০টির বেশি খুন ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ কী ঘটছে সেন্ট মার্টিন্সে? পরিবেশ রক্ষার নামে ধ্বংসলীলা আর বিশেষ উদ্দেশ্যে জনমানবহীন করাই লক্ষ্য? শুভ জন্মদিন, কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ গভীর সংকটে পুঁজিবাজার: বাজার ছেড়েছেন ৮২ হাজার বিনিয়োগকারী, বাড়ছে আস্থাহীনতা ও হতাশা চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু: পুলিশি অবহেলার অভিযোগ পরিবারের অবিচলতার সঙ্গে নেতাকর্মীদের আপসহীন সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়? চীন-যুক্তরাষ্ট্র এখন ভিন্ন ধরনের বাণিজ্য যুদ্ধে আছে- বিশেষজ্ঞদের সতর্কতা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই থেকেও আসছে চাঁদার হুমকি সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে পরিবর্তন আনবে বাংলাদেশ? ঢাকায় আরেকটি জাপানি সিনেমা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির সতর্কবার্তা আগামী বছর ২৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার সালমান শাহ: ২৯ বছর পর হত্যা মামলা, রহস্যের জট খুলছে না কেন ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ ১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে