ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সৌদি আরবকে কি ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়িয়ে যাওয়ার সুযোগ দেবেন ট্রাম্প
নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২
যৌন নিপীড়ক এপস্টেইনের উড়োজাহাজে ট্রাম্পের আটবার ভ্রমণ, সঙ্গে ছিলেন কে
এপস্টেইন মামলার আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পাওয়ার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা
বাংলাদেশের দায়িত্বহীনতায় বিপন্ন আঞ্চলিক স্থিতিশীলতা, ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে রুশ রাষ্ট্রদূতের কড়া সতর্কবার্তা
অপতথ্য রোধে কাজ করা ৫ ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
মৃত্যুঝুঁকি নিয়ে বিধ্বস্ত ভবনে বাঁচার চেষ্টায় গাজাবাসী
ট্রাম্পের ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতির প্রস্তাবে যা বললেন জার্মান চ্যান্সেলর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিনের ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন, তাতে সমর্থন জানিয়েছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ।
শুক্রবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে মার্জ জানান, বৃহস্পতিবার রাতে ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপ হয় তার। এ সময় তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনাকে তিনি ‘সঠিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেন।
মার্জ বলেন, ‘গত রাতে আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যুদ্ধবিরতির পরিকল্পনার কথা জানান এবং আমি তাকে সমর্থন জানাই। জার্মান ফেডারেল সরকারও মনে করে, এখন এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ’।
‘বিশেষ করে রাশিয়ার এখন উচিত দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়া। যাতে একটি প্রকৃত শান্তিচুক্তির পথ তৈরি
হয়। এই ইস্যুতে জার্মানি ফ্রান্স, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে’ বলেও উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর। প্রস্তাবে কী বলেছিলেন ট্রাম্প? এর আগে বৃহস্পতিবার ট্রাম্প এক বার্তায় বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আদর্শগতভাবে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতি হওয়া উচিত। যা শেষ পর্যন্ত একটি শান্তিচুক্তির ভিত্তি তৈরি করবে’। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া ওই বার্তায় তিনি আরও বলেন, ‘আশা করি, উভয় দেশ এই যুদ্ধবিরতির পবিত্রতা রক্ষা করবে। যদি কেউ এটি ভঙ্গ করে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে’। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই প্রস্তাব ইউক্রেন ও রাশিয়া উভয়ের জন্যই আন্তর্জাতিক চাপ বাড়াবে। বিশেষ করে ইউরোপীয় মিত্রদের সম্পৃক্ততার প্রেক্ষাপটে। সূত্র: আনাদোলু
হয়। এই ইস্যুতে জার্মানি ফ্রান্স, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে’ বলেও উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর। প্রস্তাবে কী বলেছিলেন ট্রাম্প? এর আগে বৃহস্পতিবার ট্রাম্প এক বার্তায় বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আদর্শগতভাবে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতি হওয়া উচিত। যা শেষ পর্যন্ত একটি শান্তিচুক্তির ভিত্তি তৈরি করবে’। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া ওই বার্তায় তিনি আরও বলেন, ‘আশা করি, উভয় দেশ এই যুদ্ধবিরতির পবিত্রতা রক্ষা করবে। যদি কেউ এটি ভঙ্গ করে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে’। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই প্রস্তাব ইউক্রেন ও রাশিয়া উভয়ের জন্যই আন্তর্জাতিক চাপ বাড়াবে। বিশেষ করে ইউরোপীয় মিত্রদের সম্পৃক্ততার প্রেক্ষাপটে। সূত্র: আনাদোলু



