গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা – ইউ এস বাংলা নিউজ




গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ৫:০৮ 4 ভিউ
গাজীপুর থেকে একটি মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যায় মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করা হয়। গাড়ির গ্লাস ভেঙে গেছে। তাঁর হাতের কুনইয়ে জখম হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা তাঁর গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে হাসনাত বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। হামলার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আইইউটির সামনে শত শত ছাত্র জড়ো হন। এরই মধ্যে তিনি নিরাপদে ঢাকায় চলে যান। পরে সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তা

এলাকায় মশাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ি গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’ মহানগরের বাসন থানার ওসি শাহীন খান বলেন, সালনা এলাকার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো একটি অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহ ঢাকায় ফিরছিলেন। তাঁর গাড়ির পেছনে পেছনে ১০-১২ জন মোটরসাইকেল নিয়ে আসতে থাকে। পরে চান্দনা চৌরাস্তা এলাকার পার হওয়ার পর তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বলে জানান

ওসি। ওসি বলেন, গাড়িতে হাসনাত আবদুল্লাহ একাই ছিলেন বলে গাড়ির চালক পুলিশকে জানিয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে ছাত্রলীগের এক নেতাকে আটকও করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ বিল কমাতে যেভাবে এসি চালাবেন ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির ইসরাইলি বিমানবন্দরে হুথি হামলা, ইরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর স্বাস্থ্যসেবায় কমছে বড় অঙ্কের বরাদ্দ ফিরেই রেকর্ড গড়লেন রিশাদ, তবু হারল লাহোর ‘নারীমূর্তি জুতাপেটা ভয়ংকর বার্তা দিচ্ছে’— শ্রমজীবী নারী মৈত্রী ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০ গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরাইল আতঙ্কের মাঝেও বিয়ের সানাই পাকিস্তানে উর্দুতে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘জংলি’ মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতির মিসাইল হামলা, নিহত ৬ এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানি দূতের পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত: মির্জা আব্বাস আইনজীবী হত্যাসহ চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ, মায়েদের নাকে খত ভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় নির্বাচন চায় ১২ দলীয় জোট টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী, ধোঁয়া