নাটোরে একরাতে ১২ বৈদ্যুতিক মিটার-ট্রান্সফরমার চুরি, আটক ১ – ইউ এস বাংলা নিউজ




নাটোরে একরাতে ১২ বৈদ্যুতিক মিটার-ট্রান্সফরমার চুরি, আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ | ৮:১১ 10 ভিউ
নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার (১ মে) রাতে ১১মিটার ও এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জোনাইল বাজার থেকে ১১ মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। এদিকে নগর ইউনিয়নের লক্ষীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। আর মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া বিলথেকে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় সাগর হোসেন (২৭) নামে একচোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এই নিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার, ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, জোনাইল বাজারে আব্দুস সালাম, আব্দুর রহিম, রবিউল করিম, নাজমুল হোসেন, বিনয় পাল, মিনাল ঘোষ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, শাহাদৎ হোসেন, বিরাজ উদ্দিন ও ইয়াসমিন আক্তারের শিল্প

মিটার চুরে করে বিকাশ নম্বর রেখে যায়। আর লক্ষীচামারী গ্রামের রমজান খন্দকারের ট্রান্সফরমার চুরি করে। এদিকে মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া গ্রামের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি কালে গুরুমশৈল গ্রামের আকবর আলীর ছেলে সাগর হোসেনকে আটক করে স্থানীয়রা। এসময় তার নিকট থেকে চুরি কাজে ব্যবহার্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করা হয়। পুলিশ ও শিল্প গ্রাহক সূত্রে জানা যায়, শিল্প মিটারগুলো কোন বিশেষ দক্ষতা ছাড়াই খুলে নেওয়া যায়। আর চোরেরা সেই সুযোগটাই কাজে লাগিয়ে নিয়মিত চুরি করে মিটার নিয়ে সেখানে বিকাশ নম্বর রেখে যায়। সেই নম্বরে ৩ থেকে ৫ হাজার টাকা বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে পাওয়া যায় মিটার। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২

এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী বিপ্লব কুমার বলেন, অত্র অফিসের সদর, গুরুদাসপুর জোনাল অফিস ও লক্ষীকোল সাব-জোনাল অফিসের আওতার গ্রাহকদের মিটার-ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি ঘটছে। এনিয়ে নিয়মিত গ্রাহক সচেতনতা, লোহার খাঁচাসহ নানা পদক্ষেপ এবং নিয়মিত পাহাড়া দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির অভিযোগে সাগর হোসেন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত-পাকিস্তান উত্তেজনা: বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মানুষ তেলআবিবে সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৪৬ পহেলগাঁওয়ে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভারতীয় সাংবাদিক ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বন্দরে ‘জরুরি অবস্থা’ জারি সেদিন সাকিবকে কী উপদেশ দিয়েছিলেন, জানালেন মেজর হাফিজ এবার পাকিস্তানের বিরুদ্ধে যে বড় পদক্ষেপ নিল ভারত হামজাকে দেখেই লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত সামিতের ৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি রশিদ খানের ‘লুকিয়ে প্রেম করতেই ভালো লাগে, বিষয়টা এনজয় করি’ চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ল কিশোর গাজায় থামছেই না ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত আরও ৪৩ হেফাজতের মহাসমাবেশ, ভোর থেকেই সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের ঢল নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা কেন দেশ ছাড়তে বাধ্য হন, প্রকাশ করলেন পিনাকী ভট্টাচার্য ঢাকাসহ বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা ‘হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ’ বাসর রাতেই স্বামীর মৃত্যু ‘রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মেরুদণ্ড শক্ত করে কাজ করুন’