বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫
     ৫:১১ পূর্বাহ্ণ

বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ | ৫:১১ 104 ভিউ
বজ্রপাতে সারা দেশে বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৃথকভাবে এ ঘটনা ঘটে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ২ জন, শেরপুরে ১ জন, নেত্রকোনায় ১ জন এবং গাজীপুরে ১ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। টঙ্গী পূর্ব (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে বজ্রপাতে রাকিবুল হাসান খান রাফি (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের তুরাগ নদের তীরে। নিহত রাফি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বয়রা নিয়ামতপুর গ্রামের রফিকুল ইসলাম খানের ছেলে। তিনি উত্তরা ১০নং সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করে কামারপাড়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-আইইউবিএটি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষে

পড়ালেখা করতেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাফিসহ তার একদল বন্ধু টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে দুপুরে বাসায় ফেরার পথে বৃষ্টি নামে। হঠাৎ বজ্রপাতে রাফি গুরুতর আহত হয়। এ সময় রাফিকে তার বন্ধুরা উদ্ধার করে কামারপাড়া আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শেরপুর উত্তর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাম মোস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন

অপর এক কৃষক আফিজুল হক। বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা পাঁচগাও গ্রামের আবদুল করিমের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ধান কাটার সময় বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে ধানখেতে কাজ করার সময় দুই কৃষক বজ্রপাতে অচেতন হয়ে পড়েন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তুফাকে মৃত ঘোষণা করেন। অপর কৃষক আফিজুল হক আহত অবস্থায় নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা সত্যতা স্বীকার করে নালিতাবাড়ী থানার ওসি সোহেলরানা জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে ও একজন কৃষক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০)

নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার ২টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে গোলাপ। এ সময় তার বাবা ও ভাইসহ পরিবারের অন্য লোকজনও সঙ্গে ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে গোলাপ মিয়ার পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে জমির একপাশে গিয়ে পড়েন গোলাপ। সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় এ বিষয়ে পরিবারের

পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে হাওড়ে বজ্রপাতের কবলে পড়ে রিংকু দাস নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ৩ জন ট্রলি গাড়ি নিয়ে উদ্গল হাওড়ে ধান আনতে গেলে হঠাৎ বজ্রপাত হয়। ঘটনাস্থলে উপজেলার গোপালপুর গ্রামের রনধীর দাসের ছেলে রিংকু দাস (৩০) লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনি রানী দাস তাকে মৃত ঘোষণা করেন। আহত ২ দুইজন হলেন- একই গ্রামের অনন্ত দাসের ছেলে রাকেশ দাস ও সাবেক মেম্বার ননী দাসের ছেলে কালিপদ দাস। এ ব্যপারে দিরাই থানা

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুর নতুনপাড়ার (হকিয়ার ডকি) গ্রামের মৃত হুসেন আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মানিক মিয়া তার ছেলেকে নিয়ে পাগনার হাওরে বোরো ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় মানিক। পরে খবর পেয়ে আশপাশের লোকজন লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে। সঙ্গে থাকা তার

ছেলের কোনো রকম সমস্যা হয়নি। সে সুস্থ আছে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন, পাগনার হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত হয়। লাশ হাওড় থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খলিল-তৈয়্যব-আখতার বিমানের নতুন পরিচালক: নেপথ্যে বোয়িং কেনার ‘প্যাকেজড ডিল’? হিউম্যান রাইটস ওয়াচ: নির্বাচনের আগে বাংলাদেশে নারী-শিশু এবং সংখ্যালঘুদের ওপর বাড়ছে সহিংসতা রঙ বদলের মানুষেরা! নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা ফ্রিল্যান্সার পোর্টালের বিপর্যয় : নিছক ভুল নাকি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার নমুনা? কারাগারে আওয়ামী লীগ সমর্থিতদের মৃত্যুর মিছিল, ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে বাড়ছে প্রশ্ন আন্তর্জাতিক নজরে বাংলাদেশ: একতরফা নির্বাচন, সংখ্যালঘু নিপীড়ন ও বৈধতার পতন সাংবাদিকতার আড়ালে রাজনীতি: অলিউল্লাহ নোমানকে ঘিরে অভিযোগের বিস্তৃত চিত্র পিতার রাজনৈতিক বিরোধের বলি ১৭ বছরের রাকিব ইসলাম এই প্রতিহিংসা রাজনীতির শেষ কোথায়..! ট্রাম্প বনাম ইরান: যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে? এক গভীর সংকট, তিনটি বিপজ্জনক বিকল্প এবং বৈশ্বিক পরিণতি আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ