‘আমি ছাত্রলীগ নেতা, সবাইকে দেখে নেব’ – ইউ এস বাংলা নিউজ




‘আমি ছাত্রলীগ নেতা, সবাইকে দেখে নেব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:০৮ 51 ভিউ
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও চুয়েট শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজিল হাসানের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে কোম্পানিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছেন। গত ১৭ এপ্রিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারস্থ প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লিখিত অভিযোগ জমা দেন কোম্পানির এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নেতৃবৃন্দ। অভিযোগের সঙ্গে মো. মনজিল হাসানের ছাত্রলীগের পদে থাকার প্রমাণস্বরূপ বিভিন্ন নথিও সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. নূর আলম ও সাধারণ সম্পাদক আলী হায়দার আহমদের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়,

সহকারী ব্যবস্থাপক মনজিল হাসান দীর্ঘদিন ধরে কম্প্রেসর অ্যান্ড জেনারেটর ডিভিশনের কম্প্রেসর মেকানিক্যাল মেইনটেন্যান্স শাখার শ্রমিক-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তারা একাধিকবার ভদ্রভাবে আচরণ করতে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। ফলে মানসিকভাবে অতিষ্ঠ হয়ে কর্মচারীরা এমপ্লয়িজ ইউনিয়নের দ্বারস্থ হন। পরবর্তীতে ইউনিয়ন নেতারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে গেলে সহকারী ব্যবস্থাপক মনজিল হাসানের সঙ্গেও তাদের দেখা হয়। তখন তাকে যখন শ্রমিক নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি সিবিএ নেতৃবৃন্দের সঙ্গেও দুর্ব্যবহার করেন ও অশ্লীল ভাষায় গালাগালি করেন। তিনি বলেন, ‘আমি আমার ডিপার্টমেন্ট নিজের মতো করে চালাব, কারো কাছে জবাবদিহি করব না। কারো বাবার সাধ্য নেই আমাকে প্রশ্ন করার। এ সময় তিনি উচ্চস্বরে বলেন,

‘আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, সিবিএ গোনার টাইম আমার নাই। সব শালাকে দেখে নেব।’ এ ঘটনার সময় উপ-মহাব্যবস্থাপক (কম্প্রেসর অপারেশন), তিতাস অফিসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হস্তক্ষেপ করতে চাইলে, মনজিল হাসান তাকে রুম থেকে ধাক্কিয়ে বের করে দিয়ে বলেন, ‘এখানে কিছু হয়নি, আপনি চলে যান। আমি বিষয়টা সামাল দেব।’ অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত একপত্রে মনজিল হাসানকে চুয়েট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ বিষয়ে জানতে চাইলে সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসান বলেন, তিনি ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে পদত্যাগপত্রটি

বর্তমানে আছে কি না, তা খুঁজে দেখবেন বলে জানান। তিনি অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি ভারত ঝুঁকছে, চীন কতটা সাড়া দেবে জড়িতদের তালিকাসহ ৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল তদন্ত কমিটির মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে গভর্নর বলেন বাধ্যতামূলক ছুটিতে, এদিকে অফিস করছেন বিএফআইইউ প্রধান কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কি সফল হবেন ট্রাম্প গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি ১৯ ভোটারে একজন প্রার্থী রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা