হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৯:২২ পূর্বাহ্ণ

হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:২২ 118 ভিউ
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হামলার একপক্ষের নেতৃত্ব দিয়েছেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন এবং আরেক পক্ষের নেতৃত্ব দিয়েছেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার। পরে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতরা হলেন- আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার, হেলাল উদ্দিনের পক্ষের সুলতান সেলিম, দেবব্রত রায়, তামিম

শেখ ও রানা শেখ এবং দৌলত সরদারের পক্ষের আবু হাসান, রোস্তম ও আমিনুল ইসলাম। হেলাল উদ্দিন বাদে অন্যরা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ চুকনগর বাজারের হাটের ইজারার মেয়াদ শেষ হয়। এরপর বাজার ও স্থানীয় মসজিদ কমিটি মিলে কয়েক সপ্তাহ ইজারা তোলার জন্য সিদ্ধান্ত নেন। যে টাকা উঠবে সেই টাকা অনুযায়ী আবার হাট ইজারা দেওয়া হবে। ইজারা নেবে বাজার মসজিদ কমিটি। কিন্তু গত মঙ্গলবার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার তার লোকজন দিয়ে হাটের ইজারা তুলে নেন। শুক্রবার আবারও ইজারা তুলতে গেলে বাঁধা দেন হেলাল উদ্দিনের লোকজন। এটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

শুরু হয়। পরে দফায় দফায় ওই সংঘর্ষ চলে। চেয়ারম্যান হেলাল উদ্দিন অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর দৌলত সরদার একের পর এক চুকনগর বাজারের সবকিছু দখল করে নিচ্ছেন। এরই অংশ হিসেবে বাজারের হাটও দখল করে নেওয়া পায়তারা করেন। বাজার ও মসজিদ কমিটির সিদ্ধান্ত না মেনে মঙ্গলবার নিজের লোক দিয়ে ইজারার টাকা তুলে নেন। শুক্রবার আবার টাকা তুলতে গেলে বাজারের সবাই বাঁধা দেন। যেহেতু তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেজন্য বাজার কমিটির সবাই তার কাছে ইউনিয়ন পরিষদে এসেছিলেন। পরে দৌলত সরদার লোকজন নিয়ে এসে ইউনিয়ন পরিষদে হামলা করেন। ওই হামলায় তাদের কয়েকজন আহত হন। তিনি বলেন, দৌলত সরদারের হামলার পর স্থানীয়রা জড়ো হয়ে

দৌলত সরদারের পক্ষের লোকজনের ওপর হামলা করেছে। এর সঙ্গে তিনি জড়িত নন। দৌলত সরদার বলেন, মসজিদের নামে হাট ইজারা নিয়ে মূলত লাভবান হতে চাইছেন হেলাল চেয়ারম্যান। তিনি এমনভাবে পরিকল্পনা সাজিয়েছেন যাতে এক বছরে অন্তত ১৫ লাখ টাকা নিজের পকেটে রাখতে পারেন। মূলত সেজন্যই আজ ইজারা তুলতে গিয়েছিল তার লোকজন। কিন্তু হেলাল চেয়ারম্যানের লোকজন বাঁধা দিয়ে মারধর করে তাদের সেখান থেকে বের করে দিয়েছেন। পরে তাদের ওপর কয়েক দফা হামলা করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, হাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছেন তিনি, তবে বিকেল পযন্ত কেউ থানায় কোনো

অভিযোগ দেয়নি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খলিল-তৈয়্যব-আখতার বিমানের নতুন পরিচালক: নেপথ্যে বোয়িং কেনার ‘প্যাকেজড ডিল’? হিউম্যান রাইটস ওয়াচ: নির্বাচনের আগে বাংলাদেশে নারী-শিশু এবং সংখ্যালঘুদের ওপর বাড়ছে সহিংসতা রঙ বদলের মানুষেরা! নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা ফ্রিল্যান্সার পোর্টালের বিপর্যয় : নিছক ভুল নাকি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার নমুনা? কারাগারে আওয়ামী লীগ সমর্থিতদের মৃত্যুর মিছিল, ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে বাড়ছে প্রশ্ন আন্তর্জাতিক নজরে বাংলাদেশ: একতরফা নির্বাচন, সংখ্যালঘু নিপীড়ন ও বৈধতার পতন সাংবাদিকতার আড়ালে রাজনীতি: অলিউল্লাহ নোমানকে ঘিরে অভিযোগের বিস্তৃত চিত্র পিতার রাজনৈতিক বিরোধের বলি ১৭ বছরের রাকিব ইসলাম এই প্রতিহিংসা রাজনীতির শেষ কোথায়..! ট্রাম্প বনাম ইরান: যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে? এক গভীর সংকট, তিনটি বিপজ্জনক বিকল্প এবং বৈশ্বিক পরিণতি আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ