ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫
     ৯:০০ পূর্বাহ্ণ

ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:০০ 76 ভিউ
দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গতিশীল হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিন যাবৎ স্থবির ছিল। বর্তমানে আমরা একটি স্বাভাবিক আলাপ-আলোচনা শুরু করার চেষ্টা করছি। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক

আমাদের স্বার্থে করা হচ্ছে। এই বিষয়ে আমরা এপ্রিলে (আজ) পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করতে যাচ্ছি। এর আগে ২০০৪ সালে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল। চার দশকের বেশি সময় আগে এই বৈঠকটি হয়েছিল’। তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমরা এখন যা করছি সেটা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অন্য যে কোনো দেশের সঙ্গে করে থাকি। এটা নিয়ে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ আমরা পরস্পরের স্বার্থে কাজ করি; অন্য দেশের সঙ্গে সম্পর্কের বিনিময়ে নয়’। চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। তিনি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইসহাক দারের নিবিড় সম্পর্ক রয়েছে। ইসহাক দারের সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের

মধ্যে বেশ কিছু চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর সফরকালে পাকিস্তানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও তার সঙ্গে বাংলাদেশে আসবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র