আখাউড়ায় চুরির অভিযোগে নারীর চুল কর্তন, উত্তাল আখাউড়া: চলছে পুলিশি তদন্ত – ইউ এস বাংলা নিউজ




আখাউড়ায় চুরির অভিযোগে নারীর চুল কর্তন, উত্তাল আখাউড়া: চলছে পুলিশি তদন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ | ৮:০৯ 102 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজারে তিন মুসলিম নারীর মাথার চুল জোরপূর্বক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাসের বিরুদ্ধে। রোববার রাত পৌনে নয়টার দিকে পৌর শহরের সড়ক বাজারে এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে সুমন দাস ও তার সহযোগী মো. রাব্বি বোরখা পরিহিত নারীদের মাথার কাপড় খুলে জোর করে চুল কেটে দেন। শুধু তাই নয়, নারীদের সঙ্গে থাকা একটি শিশুসহ অন্য দুই নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা সুমন দাসকে বাধা দিলে তিনি উল্টো তাদের হুমকি দেন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জোরপূর্বক নারীদের চুল কাটা

ও মারধরের একটি ভিডিও ভাইরাল হয়, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গেছে, সড়ক বাজারের ব্যবসায়ী মেসার্স এস.এম. ইলেকট্রিক কর্নারের মালিক সুমন দাস এবং মা টেলিকমের মালিক মো. রাব্বি চুরির অভিযোগে ওই নারীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জোরপূর্বক তাদের বোরখা খুলে চুল কাটেন। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারীর চুল কাঁচি দিয়ে কাটছেন সুমন দাস, এ সময় অন্য দুই নারীকে আটকে রাখা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো মূল অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে আখাউড়া

থানার সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে নারীর প্রতি এমন নির্মম আচরণের কঠোর বিচার দাবি করেছেন। আখাউড়া থানার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ওসি মো. ছমিউদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও অভিযুক্তদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারি অভিযান ত্বরান্বিত করা হবে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি অভিযান চলমান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত

রুখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।”তিনি আরও বলেন, “ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়ায় ‘বীরাঙ্গনার বয়ান’ মঞ্চস্থ: মুক্তিযুদ্ধে নারীদের অদম্য সাহসের আখ্যান জনগণের সহযোগিতায় আওয়ামী লীগের মিছিলঃ রাজনৈতিক মহল বলছে ‘অরাজক শাসনামলে সমতা আনতে পারে শুধু আওয়ামী লীগ’ অবিচলতার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আপসহীন প্রতিরোধ সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি নেত্রকোণায় “মুক্তিযোদ্ধা হত্যা” মামলার সাক্ষী-উকিলদের গ্রেপ্তার: রাজাকারের ভাই জিপির নির্দেশে নির্যাতনের অভিযোগ পুতিনের শর্ত না মানলে ‘ধ্বংস’ হবে ইউক্রেন: ট্রাম্পের কড়া সতর্কবার্তা ‘কোটা না মেধা? মেধা মেধা’ স্লোগানদাতারা কেন চাকরিতে নারী কোটার পক্ষে ফিরতে চায় এখন? ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি অস্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিমানবন্দরে আগুনে ওষুধ শিল্পে বিপর্যয়: ভ্যাট-ট্যাক্স ফেরত চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জুলাই আন্দোলনের “পাওয়ার হাউজ” মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ৩২টি তাজা ককটেল উদ্ধার ইউনূস সরকার ও তার মব বাহিনীর দমন-পীড়নে দেড়-দুই কোটি আওয়ামী লীগ কর্মী আজ ঘরছাড়া ফেনীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত ইউনূস সরকারের অর্থ ব্যবস্থাপনায় অনাস্থা: নির্বাচিত সরকার ছাড়া ষষ্ঠ কিস্তির ৮০ কোটি ডলার ছাড়বে না আইএমএফ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন টানটান উত্তেজনার ম্যাচ শেষে সুপার ওভারে বাংলাদেশের হার রাবির দ্বাদশ সমাবর্তনের তারিখ ঘোষণা সুপার ওভারে না জিততে পেরে আক্ষেপ মিরাজের আ.লীগ কার্যালয় ভাঙচুরের পর দখলে নিল এনসিপি বাড়তি ইনক্রিমেন্ট চালু করেছে বাংলাদেশ ব্যাংক শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি, কার কত বাড়বে আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত, বাড়ছে আশঙ্কা