আখাউড়ায় চুরির অভিযোগে নারীর চুল কর্তন, উত্তাল আখাউড়া: চলছে পুলিশি তদন্ত – ইউ এস বাংলা নিউজ




আখাউড়ায় চুরির অভিযোগে নারীর চুল কর্তন, উত্তাল আখাউড়া: চলছে পুলিশি তদন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ | ৮:০৯ 22 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজারে তিন মুসলিম নারীর মাথার চুল জোরপূর্বক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাসের বিরুদ্ধে। রোববার রাত পৌনে নয়টার দিকে পৌর শহরের সড়ক বাজারে এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে সুমন দাস ও তার সহযোগী মো. রাব্বি বোরখা পরিহিত নারীদের মাথার কাপড় খুলে জোর করে চুল কেটে দেন। শুধু তাই নয়, নারীদের সঙ্গে থাকা একটি শিশুসহ অন্য দুই নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা সুমন দাসকে বাধা দিলে তিনি উল্টো তাদের হুমকি দেন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জোরপূর্বক নারীদের চুল কাটা

ও মারধরের একটি ভিডিও ভাইরাল হয়, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গেছে, সড়ক বাজারের ব্যবসায়ী মেসার্স এস.এম. ইলেকট্রিক কর্নারের মালিক সুমন দাস এবং মা টেলিকমের মালিক মো. রাব্বি চুরির অভিযোগে ওই নারীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জোরপূর্বক তাদের বোরখা খুলে চুল কাটেন। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারীর চুল কাঁচি দিয়ে কাটছেন সুমন দাস, এ সময় অন্য দুই নারীকে আটকে রাখা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো মূল অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে আখাউড়া

থানার সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে নারীর প্রতি এমন নির্মম আচরণের কঠোর বিচার দাবি করেছেন। আখাউড়া থানার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ওসি মো. ছমিউদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও অভিযুক্তদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারি অভিযান ত্বরান্বিত করা হবে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি অভিযান চলমান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত

রুখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।”তিনি আরও বলেন, “ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের পালটা কমিটি এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানাল ভারত এস আলমের আরও ২৬১৯ কোটি টাকা অবরুদ্ধের আদেশ একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার ফিলিস্তিনে বন্দি দিবস: অবরুদ্ধ ভূখণ্ড, কারাবন্দি জাতি ‘র’ এর সঙ্গে মিটিং করে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের কিস্তি ছাড়ের সমঝোতা হয়নি, আলোচনা চলবে জলকেলিতে মেতেছে কক্সবাজারের রাখাইন পল্লি হিসাবরক্ষণ অফিস ও এলজিইডির ৫ কর্মকর্তা গ্রেফতার শাহরুখপত্নী গৌরীর রেস্তোরাঁয় ‘নকল পনির’! ইউটিউবারের অভিযোগ নিয়ে তোলপাড় টানা ভারি বৃষ্টির আভাস হাইকোর্টের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন বাংলাদেশী কাঠুরিয়াকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি, সীমান্তে উত্তেজনা আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ নির্বাচনের আগে জামায়াত আমিরের ৩ শর্ত বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারেরই দল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি নিয়ে যত অবাক করা তথ্য জিলাপিকাণ্ডে প্রত্যাহার ওসির পুনর্বহাল চেয়ে বিএনপির বিক্ষোভ