দুর্ঘটনায় কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাতের শোক – ইউ এস বাংলা নিউজ




দুর্ঘটনায় কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাতের শোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ | ৫:০৫ 15 ভিউ
দুর্ঘটনায় দুইজন কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ ইস্পাত পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। রবিবার (১৩ এপ্রিল) কোম্পানির পক্ষ থেকে উপদেষ্টা ওসমান গনি চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। জিপিএইচ ইস্পাত-এর উপদেষ্টা ওসমান গনি চৌধুরী জানান, জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তবে এরই মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে রবিবার সকালে জিপিএইচ ইস্পাত-এর ইসিআর ভবনে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে। ভবনে অবস্থিত ৫০০ কেজি ভার বহনে সক্ষম মালামাল উত্তোলনকারী হোয়েস্টটি অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। হোয়েস্টটি শুধুমাত্র মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও, নূরুর সাফা নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত দুইজন সহকারী নিয়ম ভঙ্গ করে মালামালের সঙ্গে হোয়েস্টে ওঠেন।

এতে হোয়েস্টটি অতিরিক্ত ভারে ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই গুরুতর আহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জিপিএইচ-এর অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের সহায়তায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তারা উভয়েই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জিপিএইচ-এর পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুইজন মূল্যবান কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং এই অপূরণীয় ক্ষতি জিপিএইচ পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈঠকে সন্তুষ্ট নই, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের স্প্রেডশিটের মাধ্যমে মিস লিড করা হয়েছে : সালাহউদ্দিন ইসরাইলি হামলায় ‘দুর্বল’ হয়ে পড়া হিজবুল্লাহর ভবিষ্যত কী? বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তাড়াহুড়োর কী ছিল: মোদিকে মমতা কেবল সৌদি দূতের সঙ্গে আমার সম্পর্ক, আর কারো সঙ্গে না: মেঘনা আলম জনসেবা নয় ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব মে থেকে সারা দেশে ডিম-মুরগির উৎপাদন বন্ধ ঘোষণা স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন বাজেট বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ, জুনের মধ্যে ব্যয় করতে হবে ৪.২৬ লাখ কোটি টাকা সহকর্মীর প্রতি জিনা ওর্তেগার নজিরবিহীন ভালোবাসা গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরাইল সবচেয়ে বেশি বেনামি ঋণ নিয়েছে এস আলম গ্রুপ, দ্বিতীয় বেক্সিমকো চার সংকটে কমছে বাজেট বাস্তবায়ন হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? কিশোর গ্যাং ভয়ংকর ছিনতাইকারী বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক ও হেলপার গ্রেফতার ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ বেলকুচিতে ৭ যুবদল নেতাকে সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার ফের পণ্যমূল্য বৃদ্ধি, অস্বস্তিতে ভোক্তা গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের