নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭ – ইউ এস বাংলা নিউজ




নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৯:১৪ 65 ভিউ
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের বাখুন্ডা এলাকার শরিফ জুট মিলের সামনে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে উল্টে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। এ সময় আহত হয়েছেন অন্তত ২৮ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশ এবং স্থানীয়রা অংশ

নেয়। নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়াত সরদার (৬৮), তার পুত্র ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), নগরকান্দা উপজেলার কাঠিয়া গ্রামের দীপা খান (৩৪), চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫) ও পৌর এলাকার মোল্লাবাড়ি সড়কের ফজিরন নেছা (৬৫); লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আজিবর শেখ (৪৫)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা যাত্রী ফারুক হোসেন ও উছমান জানান, বাসটি মুকসুদপুর থেকে ছাড়ার পর ফরিদপুরের ভাঙ্গায় আসার পর বাসটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকে। আমরা কয়েক যাত্রী কয়েকবার চালককে নিষেধ করলেও তিনি তা শুনেননি। বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত

করে। পরে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত প্রায় ৩০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের হাত-পা কেটে ফেলা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি লোকাল বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশের ৬ থেকে ৭ ফিট বৈদ্যুতিক খুঁটির মধ্যে ঢুকে যায়। একপর্যায়ে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার

সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। বাসে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে এবং ভর্তি আরও ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আহত রয়েছেন ২৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতির কারণেই বাসটি দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় বাসটির চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

হবে। কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, মঙ্গলবার বাখুন্ডা এলাকায় দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কার্তিক-শ্রীলীলার অন্দরমহলের ছবি ফাঁস হতেই জল্পনা তুঙ্গে ভারতের ওপর মার্কিন শুল্ক ‘সঠিক’, বললেন জেলেনস্কি ফের বাড়ল স্বর্ণের দাম ডাকসু নির্বাচনে ভোটাররা যে প্রক্রিয়ায় ভোট দেবেন কথাসাহিত্যিক হাজেরা নজরুলের ইন্তেকাল আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি: কাদের সিদ্দিকী ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তার’ জবাবে যা বলল হামাস ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র, কারা ক্ষতিগ্রস্ত হবে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে জেন জি আন্দোলনের নেপথ্যে কী নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা মুসলমানদের নবীর আদর্শ চরিত্র অনুসরণ করতে হবে: প্রধানমন্ত্রী আনোয়ার বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা আপনার আঙুলের ঝলমলে আংটিও ফিলিস্তিনে চলা হত্যাযজ্ঞের অর্থায়ন করছে কি? ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব কাওসার-জাফর-পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান আলিয়া কিংবা দীপিকা-কেউ-ই মুখ না খুললেও নেটিজেনরা বললেন যে কথা