পাহাড় কাটতে গিয়ে যন্ত্রপাতি জব্দ – ইউ এস বাংলা নিউজ




পাহাড় কাটতে গিয়ে যন্ত্রপাতি জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৫:১১ 14 ভিউ
বনবিভাগ বা স্থানীয় প্রশাসন যতই কঠোর হোক-না কেন তাদের ফাঁকি দিয়ে দিব্যি পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে ইটভাটাসহ বিভিন্ন কাজে। যেন কোনভাবেই থামানো যাচ্ছ না পাহাড়কাটা। প্রশাসনের অভিযানের মধ্যেও কক্সবাজারে এ যেন ইঁদুর বিড়াল খেলা। দিনে অভিযানের ভয়ে এখন রাতে কাটা হচ্ছে পাহাড়। গত ২০ জানুয়ারি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন নামে শ্রমিকের মৃত্যুও হয়েছে। তারপরও পাহাড় কাটা থামাতে পারছে না সংশ্লিষ্ট প্রশাসন। নির্বিচারে পাহাড় কাটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরাও। এদিকে বনখেকোরা কক্সবাজারে বনের পাহাড় কাটতে গিয়ে ১টি ডাম্পার ও ১টি এক্সকেভেটর জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুানিক আড়াইটার দিকে

পানেরছড়া রেঞ্জের তুলাতলী বিটে আর্দশ গ্রাম এলাকায় বনের পাহাড় কাটার সময় এসব পাহাড় কাটার সমাগ্রি জব্দ করা হয় বলে জানা যায়। বনবিভাগ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপণ সংবাদের উপর ভিত্তি করে তুলাতলী বিটের আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সেখাসে পাহাড় কাটার সময় ১টি ডাম্পার ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি । পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম জানান, তুলাতলী এলাকায় প্রায় বনখেকোরা বনের পাহাড় কাটতে আসে। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি পাহাড় বন রক্ষায়। বৃহস্পতিবার রাতে খবর আসে এক্সকেভেটর দিয়ে পহাড়ের মাটি কাটা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পাহাড়খেকোরা পালিয়ে যায় তবে স্থানীয় নুরুল

হুদা নামের একজনকে সনাক্ত করা হয়েছে স্থানীয়দের মাধ্যমে। এদিকে আমরা অভিযানে গেলে পাহাড়খেকোরা তাদের দলবল নিয়ে আমাদের ঠেকাতে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। আমরা কোন উপায় না পেয়ে রামু থানা ও কক্সবাজার দক্ষিণ বনবিভাগের স্পেশাল টিমের সহযোগিতার মাধ্যমে ঘটনাস্থল থেকে ১টি ডাম্পার ও ১টি এক্সকেভেটর জব্দ করেছি। বন রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। ডাম্পার ও এক্সকেভেটর জব্দ করে ডিভিশন অফিসে জমা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ অভিযানে অংশ নিয়েছেন পানেরছড়া রেঞ্জের সকল স্টাফ, ধোঁয়াপালং রেঞ্জের স্টাফ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের স্পেশাল টিম। কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বন রক্ষায় আমাদের অভিযান চলমান আছে, থাকবে। গতকাল (বৃহস্পতিবার)

ভোররাতে অভিযানে বনকর্মীদের প্রাণ নাশের আশঙ্কা ছিল। তারপরও বনকর্মীরা তা উপেক্ষা করে বন রক্ষায় কাজ করে যাচ্ছে। একজন বনকর্মী আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরায়েলি হামলায় গাজায় শেষ ১০ দিনে ৩২২ শিশু নিহত : জাতিসংঘ বাজারে হামলার শঙ্কা, ১৪৪ ধারা জারি পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ‘বাধ্য হবে’ ইরান : খামেনির উপদেষ্টা ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া টেশিসকে হাইটেক পার্ক করে ‘চীনের পরিকল্পনা’ আনার চিন্তাভাবনা মিয়ানমারে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯ তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঈদ আনন্দ মিছিল, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বিবৃতি চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা নিপুনকে অব্যাহতি ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার ‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো পানিতে ভেসে গেল উপকূলের ঈদ আনন্দ, ১৫ হাজার মানুষ বন্দি ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড