৪ দিন পর নিভল সুন্দরবনের আগুন – ইউ এস বাংলা নিউজ




৪ দিন পর নিভল সুন্দরবনের আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৪:৩৬ 95 ভিউ
চার দিন পরে পুরোপুরি নিভল সুন্দরবনের আগুন। বৃহস্পতিবার দুপুরে আগুন নির্বাপণ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে বনবিভাগ। আগুনে ৬ একর বনভূমির লতাপাতা, গুল্ম ও গাছপালা পুড়ে গেছে বলে জানানো হয়। ২২ মার্চ পূর্ব সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল বনে আগুনের সূত্রপাত হয়। বনবিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার পর ২৪ মার্চ সকালে ধানসাগর ফরেস্ট টহল ফাঁড়ির শাপলারবিল তেইশের টিলায় বনে আগুন জ্বলে ওঠে। এখানে আগুনের ব্যাপকতায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়েছে বনবিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দুরে সরু হয়ে যাওয়া ভোলা নদী। ভাটার সময় নদীতে পানি না থাকায় ফায়ার ফাইটারদের জোয়ারের অপেক্ষায়

থেকে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। ৪ দিন চেষ্টায় বৃহস্পতিবার আগুন পুরোপুরি নিভে গেছে। সুন্দরবন বিভাগ আগুন নির্বাপণ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, চার দিন ধরে দিবারাত্রি সুন্দরবনের গহীনে আগুন নির্বাপণের কাজ করতে হয়েছে। কখনো ৬টি কখনো ১০টি ইউনিটের ৩০ থেকে ৪০ ফায়ার ফাইটার নদীর জোয়ারভাটার ওপর নির্ভর করে সুন্দরবনে আগুনের স্থলে পানি ছিটানোর কাজ করেছেন। আগুনের ব্যপকতায় এবারই প্রথম তারা সারারাত জেগে সুন্দরবনে কাজ করেছেন। আগুন নিভে যাওয়ায় তারা এখন অগ্নিনির্বাপণ সরঞ্জাম গুছিয়ে ফেলার কাজ করছেন। আগুনে প্রায় ৬ একর বনভূমির গাছাপালা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন

কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনের তেইশেরছিলায় আগুন চারদিনে পুরোপুরি নিভে গেছে। জিপিআরএসে পরিমাপ করে দেখা যায়, আগুনে কলমতেজী টেপারবিলে দেড় একর ও ধানসাগর শাপলারবিল তেইশেরছিলায় ৪ একর বনভূমির গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি জানান, সুন্দরবনের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুক্রবার থেকে তদন্ত কাজ শুরু করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সত্যের পক্ষে দুগ্ধপোষ্য শিশুর সাক্ষ্য দিনভর খেলা, ফুটবলপ্রেমীদের আবার রাত না জেগে উপায় নেই দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হবার আহ্বান ছেলে জয়ের ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ টর্নেডোর আঘাত অক্টোবরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১ ১০ মিনিটে মানসিক চাপ কমাতে পারে ৬ অভ্যাস বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের