১ হাজার ৩৭৬ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন – ইউ এস বাংলা নিউজ




১ হাজার ৩৭৬ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ | ৪:৫১ 10 ভিউ
সরকার ১ হাজার ৩৭৬ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা ব্যয়ে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে কেনা হবে এই পরিমাণের এলএনজি। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান থেকে এই দুই কার্গো এলএনজি আনতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৩৭৬ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (১-২ এপ্রিল

২০২৫ সময়ে ১৩তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, পেট্রোবাংলা থেকে ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২২টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটি’র (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা যুক্তরাজ্য ভিত্তিকপ্রতিষ্ঠান মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এই এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি এমএমবিটিইউ ১৪.৪৮ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ে সর্বমোট ব্যয় হবে ৬৯৪ কোটি ৪৭ লাখ ৬৭২ টাকা। বৈঠকে একই

প্রক্রিয়ায় আরও এক কার্গো (১২-১৩ এপ্রিল ২০২৫ সময়ে ১৪তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। পেট্রোবাংলা থেকে এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২২টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটি’র (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এই এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি এমএমবিটিইউ ১৪.২২ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ে সর্বমোট ব্যয় হবে ৬৮২ কোটি ৩ হাজার ৮ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হতে যাচ্ছে পাকিস্তানে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার গাজার নিয়ন্ত্রণ ছাড়তে ফাতাহর প্রস্তাবে যা বলল হামাস স্বাস্থ্যের সাবেক গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, নিহত ৩ তাসকিন নয় মোস্তাফিজ সতীর্থকে বেছে নিল লক্ষ্ণৌ একই ঘরে মিলল স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ ঈদযাত্রায় যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা ইয়েমেনি বিমানবন্দরে মার্কিন হামলা, যা বলল হুথি যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, নিহত ৩ জার্মানির শিল্পখাতে চীনের প্রভাব বাড়ছে বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার, মুখ খুললেন সেই বিচারপতি ইসরাইলে রকেট হামলার অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ বিএনপির হুম্মাম ছাড়াও ৬ জন, জামায়াতের আমিরুজ্জামান রক্ত বেচে সংসার চালানো নাছিমা এখন কোটিপতি ছয় প্রকল্পে বাড়তি খরচ ১৫ হাজার কোটি টাকা কেরানীগঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল গৃহযুদ্ধের মুখে ইসরাইল