জন্মের আগেই নির্ধারণ করা যাবে ক্যানসারের ঝুঁকি – ইউ এস বাংলা নিউজ




জন্মের আগেই নির্ধারণ করা যাবে ক্যানসারের ঝুঁকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৮ 34 ভিউ
জন্মের আগেই গর্ভে থাকা শিশুর ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি নির্ধারণ করা যাবে। ইঁদুরের ওপর পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য ওঠে এসেছে। নেচার ক্যানসার জার্নালে প্রকাশিত এই গবেষণায় দুটি স্বতন্ত্র জেনেটিক অবস্থা চিহ্নিত করা হয়েছে। যা একজন ব্যক্তির আজীবন ক্যানসারের ঝুঁকিকে সম্ভাব্য আকার দেয়। এনডিটিভি। গবেষণা অনুযায়ী বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এই দুটি জেনেটিক অবস্থা একজন ব্যক্তির ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি বা কম কিনা তা প্রভাবিত করে। মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসের ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের এপিজেনেটিক্সের চেয়ার ড. জে. অ্যান্ড্রু পসপিসিলিক এই গবেষণার তাৎপর্য ব্যাখ্যা করেছেন। গবেষণায় দেখা গেছে, উচ্চ-ঝুঁকিপূর্ণ জেনেটিক অবস্থাযুক্ত ব্যক্তিদের মধ্যে যদি ক্যানসার হয় তবে তাদের ফুসফুস বা প্রোস্টেট ক্যানসারের মতো

কঠিন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, যাদের ঝুঁকি কম তাদের লিউকেমিয়া বা লিম্ফোমার মতো তরল ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। বয়সের সঙ্গে সঙ্গে ডিএনএ ক্ষতি এবং পরিবেশগত কারণের জেরে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। তবে সব অস্বাভাবিক কোষ ক্যানসারে পরিণত হয় না। যার ফলে মিশিগানের ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের গবেষকরা জেনেটিক্স এবং এপিজেনেটিক্সকে ক্যানসারের ঝুঁকির সম্ভাব্য অবদানকারী হিসাবে অন্বেষণ করতে পরিচালিত করেন। এই ঝুঁকির পেছনে জৈবিক প্রক্রিয়া বোঝার জন্য গবেষকরা টিআরআইএম-২৮ জিন পরীক্ষা করেছেন। যা ক্যানসারের সঙ্গে যুক্ত জিন-সহ অন্যান্য জিন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের অনুসন্ধানে দেখা গেছে, টিআরআইএম-২৮ এর মাত্রা কম থাকা ইঁদুরগুলো জিনগতভাবে অভিন্ন হওয়া সত্ত্বেও দুটি স্বতন্ত্র

জিন প্রকাশের ধরন প্রদর্শন করেছিল। ভ্রুণের বিকাশের সময় প্রতিষ্ঠিত এই ধরনগুলো তাদের আজীবন ক্যানসারের ঝুঁকির অবস্থা নির্ধারণ করে। ‘মানুষের ক্যানসারে এই একই জিনগত প্রক্রিয়া প্রায়শই পরিবর্তিত হয় বলে জানিয়েছেন গবেষকরা। তারা পরামর্শ দিয়েছেন যে একই ধরনের বিকাশগত ঝুঁকির কারণগুলো মানুষের মধ্যেও থাকতে পারে। এই আবিষ্কার প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণ এবং প্রতিরোধ কৌশলের জন্য নতুন পথ খুলে দেয়। যদি এই জিনগত অবস্থাগুলো মানুষের মধ্যে শনাক্ত করা যায় তাহলে এগুলো জীবনের অনেক আগেই ক্যানসারের ঝুঁকি মূল্যায়নে সাহায্য করতে পারে। সম্ভাব্যভাবে আরও ব্যক্তিগতকৃত চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ করে দিতে পারে। ড. পাঞ্জেরি বিশ্বাস করেন, এই গবেষণা বিজ্ঞানীদের ক্যানসার গবেষণার পদ্ধতিকে নতুন করে আকার

দিতে পারে। তিনি বলেছেন, আমাদের অনুসন্ধানগুলো দেখায় যে ক্যানসারের শিকড় ভ্রুণের বিকাশের সংবেদনশীল সময়কালে শুরু হতে পারে। এটি আমরা কীভাবে রোগটি অধ্যয়ন করি তার ওপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য নতুন বিকল্পের দিকে পরিচালিত করতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দোকানে বসেছিলেন যুবদলকর্মী ইব্রাহিম, তিন অটোরিকশায় এসে বুকে-মাথায় গুলি বার্সা দুটি হারলেই কেবল লিগ জিতবে রিয়াল চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের লিড একশ’ ছাড়ালেও চাপেই থাকল বাংলাদেশ ধানমন্ডিতে যান চলাচল স্বাভাবিক, সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নতুন বাজার সড়কে বর্জ্য ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিবাদ, তীব্র যানজট রতন-সাদিকুরদের স্বপ্নভঙ্গের গল্প গায়েবি মামলায় ভুগছেন জবির ১১ শিক্ষার্থী টাকা ও পেশিশক্তির প্রভাব বাড়বে কারিগরি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করল ইন্টারপোল মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে কতগুলো আসনে নারী প্রার্থী দেবে এনসিপি, জানালেন নেতারা প্রধান বিচারপতির নিয়োগ কীভাবে, নিজেদের মতামত তুলে ধরল বিএনপি চালের বাজার অস্থিরতার নেপথ্যে কী? গত ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নিয়েছেন ঢাকার মানুষ আগামী নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কী, যা জানালেন আইন উপদেষ্টা পোপের শেষকৃত্য অনুষ্ঠানে ট্রাম্পসহ থাকবেন যারা