ইসরাইলের হুমকিতে পরমাণু কর্মসূচিতে কোনো দুর্বলতা দেখাবে না ইরান – ইউ এস বাংলা নিউজ




ইসরাইলের হুমকিতে পরমাণু কর্মসূচিতে কোনো দুর্বলতা দেখাবে না ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১০ 12 ভিউ
ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিহত করার ঘোষণার একদিন পরই সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই মন্তব্য করলেন। জি-৭ দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা এবং তিনটি ইউরোপীয় দেশের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সমর্থনকে ইসরাইলের ‘গণহত্যাকারী নীতির’ অংশ হিসেবে উল্লেখ করে বাঘাই বলেন, এই দেশগুলোর সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপই পশ্চিম এশিয়ার অস্থিতিশীলতার মূল কারণ। তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল করতে হলে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইরান তার জনগণ, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয়

সার্বভৌমত্ব রক্ষার জন্য বৈধ অধিকার ও দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন বাঘাই। তিনি আরও বলেন, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনেই গড়ে তোলা হয়েছে, যা কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয়, বরং পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও মন্তব্য করেন বাঘাই। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে দেশের প্রযুক্তিগত ও শিল্পকৌশলগত চাহিদার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। বাকাই মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে

পরিণত করার জন্য ইরানের দীর্ঘদিনের উদ্যোগের কথা উল্লেখ করেন এবং বলেন, এই লক্ষ্য অর্জনের একমাত্র বাধা হলো ইসরাইলি দখলদার রাষ্ট্র। তিনি ইসরাইলের গণবিধ্বংসী অস্ত্র তৈরির নীতিকে তীব্র নিন্দা জানান, যা জি-৭ দেশগুলোর অব্যাহত সমর্থনে সম্ভব হয়েছে। একই সময়ে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করেন ইরানি মুখপাত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’ বাকি এগারো মাস কেউ খোঁজ রাখেন না একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির লোমহর্ষক বর্ণনা ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন প্রথম শুনানিতে আদালতে ইউন যুক্তরাজ্যে রেকর্ড ছাড়িয়েছে মুসলিমবিদ্বেষ ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’ মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা: বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার চীনা ঋণ পুনঃতফসিলের অনুরোধ পাকিস্তানের পোস্টারের পর সিনেমাতেও কাটা পড়লেন উর্বশী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘গুপ্তচর ক্যামেরা’ বানিয়ে সাড়া ফেলল চীন ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ‘দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্তরা কুয়েটকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ