ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০০ 118 ভিউ
গাজীপুরের শ্রীপুরে মনির শাহ নামে এক ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয় তৌহিদী জনতা। মনির শাহকে পুলিশি হেফাজতে আছেন বলে বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে পুলিশে তুলে দেওয়া হয়। মনির শাহ (৪১) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ২০০২ সালে গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামে শালবনের ভেতর বিশ্ব মানব ধর্ম মেলা নামে আস্তানা গড়ে তুলেছিলেন। ‌ সেখানে আস্তানা গড়তে তিনি ধ্বংস করেছেন বনভূমির বিশাল অংশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২০১৭ সালে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আধ্যাত্মিক সাধনার নামে বিতর্কিত কর্মকান্ডে সম্প্রতি আলোচনায় আসেন তিনি। স্থানীয় লোকজন, পুলিশ ও তৌহিদী

জনতার সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর আগে মাওনা হেরাবনে অস্থায়ী আস্তানা গারে মনির শাহ। সেসময় ধর্মীয় বিতর্কিত কান্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।পূনরায় সেখানে ফিরলে সম্প্রতি আলোচনায় থাকা মনির শাহ ও তার অবৈধ আস্থানা ঘিরে কয়েক দিন ধরেই শোরগোল চলছিল। এক পর্যায়ে রোববার সকালে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশের ডাক দেয় স্থানীয় তৌহিদী জনতা। তারা সমাবেশ শুরুর আগেই মনির শাহ শ্রীপুরের মাওনা চৌরাস্তার জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় আসেন। আগামী কয়েক দিনের মধ্যে তার আস্তানায় অনুষ্ঠিতব্য ওরশের দাওয়াত দিতে এসেছিলেন তিনি। তার উপস্থিতি মাদ্রাসা ও আশপাশের স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে

বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ওলামা মাশায়েক ও স্থানীয় জনতা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে মনির শাহ এর উপর চড়াও হন তারা। খবর পেয়ে ওই মাদ্রাসার মুহতামিম মুফতি জামাল উদ্দিন সহ গণ্যমান্য তৌহিদি জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনির শাহ এর নিরাপত্তা দেন। পরে শ্রীপুর থানা পুলিশকে খবর দিয়ে মনির শাহকে তাদের হাতে তুলে দেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, পুলিশ মনির শাহ কে হেফাজতে নেওয়ার পর তাকে গাড়িতে তোলার সময় তৌহিদী জনতা তার উপর হামলা চালায়। গণধোলাই দেওয়া হয় তাকে। এ সময় পুলিশ যথা সম্ভব নিরাপত্তা দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি জামাল উদ্দিন বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত

থাকায় স্থানীয় ছাত্র জনতা, তৌহিদী জনতা সহ সবাই মনির শাহ এর উপর ক্ষুব্ধ। তাকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে মারধরও করার চেষ্টা করা হয়েছে। আমরা তার নিরাপত্তা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।' শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, স্থানীয় লোকজন মনির শাহ নাম একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ গোপালগঞ্জে সেনাবাহিনীর বর্বরতা – ৭১ সালের পাকিস্তানি সেনা বর্বরতাকে হার মানায়। ‘Ekattorer Prohori Foundation, USA’ condemns heinous attack on minority Hindu community in Rangpur ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো