ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ফাঁস, পদ থেকে বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ফাঁস, পদ থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২০ 36 ভিউ
জামালপুরের মাদারগঞ্জে এক ছাত্রদল নেতার চাঁদা দাবির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে দলীয় থেকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদল। জানা গেছে, পদশ্রুত ছাত্রদল নেতা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খান। তার ৫ মিনিট ১৫ সেকেন্ডের অডিওতে শুনা যায় পদশ্রুত ছাত্রদল নেতা নাজমুল ইসলাম খান ফোনের অপর প্রান্তে থাকা ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত উপজেলা শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করতে। বুধবার সকালে অডিওটি ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়লে পরে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ছাত্র দলের প্যাডে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম ও সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে তাঁকে দলের থেকে বহিষ্কার করা

হয়। এতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয়। ওই ব্যবসায়ীর নাম মো. মনোহর। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা শহরের মুঠোফোন ব্যবসায়ী। ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে। বিষয়টি নিশ্চিত হতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ৫ মিনিট ১৫ সেকেন্ড অডিওতে ব্যবসায়ী ওই নেতার নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম? সাক্ষাতে কথা হবে। আর দুই (দুই লাখ টাকা) কালকে সকালবেলায় দিয়ে দিবা। শুনো, এখানে কোনো কথা হবে না, কোনো প্যাঁচাল হবে না, সাক্ষাতে এসে ডাইরেক্ট দিয়ে দিবা। জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

নাজমুল ইসলাম খান মুঠোফোনে বলেন, ‘মাদারগঞ্জে গ্রুপিং রাজনীতি চলে। অডিওটি আমিও শুনেছি। ওই কণ্ঠ আমার না। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি নিজে শুনেছি, বিষয়টি কেন্দ্রীয় নেতারাও জেনেছেন তাঁর বিরুদ্ধে সংগঠিক ব্যাবস্থা নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ফের রেকর্ড ভারতীয়-বাংলাদেশিসহ ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কুয়েতে মসজিদ ও নামাজের সময় নিয়ে নতুন নির্দেশনা রোববার সিইসির সঙ্গে বসছে এনসিপি ভারতের যে অঞ্চলে হঠাৎ মানুষের নখ পড়ে যাচ্ছে রায়পুরে ২০ দিন পর সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে কানাডায় গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত, যা বলছে পুলিশ জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে গেলেন, জানালেন সেই নেতা রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে: কর্নেল অলি ‘আমি ছাত্রলীগ নেতা, সবাইকে দেখে নেব’ ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একজনের মৃত্যু যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ দিল্লির তরুণ হত্যায় গ্রেফতার কে এই ‘লেডি ডন’?