থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও – ইউ এস বাংলা নিউজ




থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৫ 8 ভিউ
আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের বিপরীতে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। সাধারণ মানুষ বলছেন, আগস্টের পর বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে। ঘটছে হত্যার মতো ঘটনাও। গত ৫ মাসে কুষ্টিয়ায় অন্তত ১৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে খুন, একই এলাকায় আপন দুই ভাই ও জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা, পদ্মায় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা বেশ আলোচিত। গত ৫ আগস্টের পর পুলিশকে ঢেলে সাজানো হলেও থেমে নেই চুরি, ছিনতাই, ডাকাতি। মাদক কারবারিরাও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের। কুষ্টিয়ার স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘স্বয়ং আইন

শৃঙ্খলা বাহিনী নিজেরাও কিন্তু নিরাপদ না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্যকাজ করতে দিয়ে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে।’ কুষ্টিয়া জেলা সনাকের সভাপতি রফিকুল আলম টুকু বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি এতোটাই নিম্ন পর্যায়ে চলে গেছে যে এখন দিনের বেলায়ও মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সন্ধ্যার পরে তো অহরহ ঘটনা ঘটছে।’ সবার সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানাচ্ছেন জেলা প্রশাসক। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ডসহ আমাদের যেসব ম্যাজিস্ট্রেট আছেন ওনারাও সে বিষয়গুলো দেখবেন বলে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ রংপুর শহরে ৫ মাসে ৪টি হত্যাকাণ্ড ছাড়াও প্রায় ৩০টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে তেমন কোনো উদ্যোগ

নেই বলে অভিযোগ স্থানীয়দের। জেলাটির একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘অনেকদিন হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন তাদের কোনো সাহায্য পাচ্ছি না।’ ফেনীতে আগস্টের পর ১৫টি খুন, ৩৯টি চুরি, ১৭টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি মুহুরি প্রজেক্ট এলাকায় পরিবার নিয়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব হারান এক রেল কর্মকর্তা। তবে আগের চেয়ে পরিস্থিতি ভালো বলে দাবি পুলিশের। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে দোকান বন্ধ করে ওরা যখন যায়, রাতের বেলা তখন চুরি হয় তালা কেটে। বাসা বাড়ি সব জায়গাতেই চুরি ডাকাতি হচ্ছে।’ ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক আছে। মানুষের সাধারণ জীবনযাত্রা

অব্যাহত রাখার জন্য আমাদের প্রচেষ্টা আছে। আমাদের অব্যাহত চেষ্টা চলছে।’ পুলিশ জানায়, ফেনীতে বিভিন্ন অভিযোগে ১ হাজার ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বহিষ্কার হতে পারেন যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি মনির বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব, মার্কিন পণ্যে ২৫% শুল্ক বসাচ্ছে কানাডা: ট্রুডো পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ দলগুলোকে এক থাকার আহ্বান আলী রীয়াজের সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা লিবিয়ার উপকূলে মিলল ২০ গলিত মরদেহ, বাংলাদেশি বলে ধারণা আখেরি মোনাজাত আজ, দলে দলে যোগ দিচ্ছেন মুসল্লিরা ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম মেয়েদের খেলা বন্ধের উদ্দেশ্যে নয়, ঘটনা অনাকাঙ্ক্ষিত: দেবি চন্দ তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব, আইএসের উদ্দেশে ট্রাম্প হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি’, আহত ২ লিবিয়া উপকূলে ২০ মরদেহের বিষয়ে যা জানাল দূতাবাস ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি কাচের ঘর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দ্বিমুখিতা থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও ভূমধ্যসাগর উপকূলে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও চেষ্টা চলছে : ডিবিপ্রধান