সরকারি বাজেটে ১৫% কাটছাঁট সম্ভব, তবে মাস্কের ব্যাপক ছাঁটাই প্রস্তাবে আপত্তি – ইউ এস বাংলা নিউজ




সরকারি বাজেটে ১৫% কাটছাঁট সম্ভব, তবে মাস্কের ব্যাপক ছাঁটাই প্রস্তাবে আপত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:৫৬ 9 ভিউ
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অনেক সরকারি বিভাগ তাদের বাজেটের ১০ থেকে ১৫ শতাংশ কাটছাঁট করতে পারে। তবে পুরো বিভাগের কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক থাকতে হবে। গেটস বলেন, “প্রাথমিকভাবে আমি মনে করতাম ওয়াশিংটনে অফিস থাকা জরুরি নয়। পরে বুঝতে পারি, এটি একটি বড় ভুল ছিল। সরকারের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা আমি শুরুতে বুঝিনি।” গেটস আরও বলেন, বর্তমান ঘাটতি কমানো প্রয়োজন। ঘাটতি বেশি থাকলে এটি আর্থিক সমস্যার কারণ হতে পারে। তিনি মনে করেন, ব্যয়ের ক্ষেত্রে শূন্য-ভিত্তিক বাজেট পদ্ধতি কার্যকর হতে পারে। ইলন মাস্কের ভূমিকা নিয়ে মন্তব্য ইলন মাস্ক, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিওজির (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি)

প্রধান হিসেবে দায়িত্বে আছেন, তাকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও গেটস মাস্কের কাজের প্রশংসা করেন। তবে গেটস মাস্কের প্রস্তাবিত ২ ট্রিলিয়ন ডলার বাজেট কাটছাঁটের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। গেটস বলেন, “পেনশন, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা—সবকিছুতে নজর দিতে হবে। তবে দীর্ঘমেয়াদি উপকারের জন্য কিছু উদ্যোগ বজায় রাখা জরুরি। উদাহরণস্বরূপ, এইচআইভি ওষুধের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছেন। এই উদ্যোগ বন্ধ করলে ক্ষতি অপূরণীয় হবে।” ইউরোপীয় রাজনীতিবিদদের নিয়ে মাস্কের আগ্রহ মাস্কের ইউরোপীয় রাজনীতিবিদদের নিয়ে আগ্রহ সম্পর্কে গেটস বলেন, “সে অনেক কিছু করতে সময় পায়।” ট্রাম্পের সঙ্গে আলোচনা গেটস জানান, তিনি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার চিফ অব স্টাফ স্যুজি ওয়াইলসের সঙ্গে তিন ঘণ্টার একটি বৈঠক করেছেন। সেখানে এইচআইভির

চিকিৎসা উদ্ভাবনের ক্ষেত্রে COVID-19 ভ্যাকসিন উদ্ভাবনের মতো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গেটস। “তিনি (ট্রাম্প) এই উদ্যোগে অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন। আমি তার মনোযোগ এবং উদ্ভাবনী প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতি দেখে মুগ্ধ হয়েছি,” বলেন গেটস। গেটসের আত্মজীবনীমূলক মন্তব্য গেটস বলেন, আজকের দিনে তিনি যদি শিশু হতেন, তবে হয়তো তাকে অটিজম স্পেকট্রামে রাখা হতো। তিনি বলেন, সামাজিকীকরণে ধীরগতি, স্ব-উদ্দীপনার জন্য কিছু অভ্যাস এবং গভীর মনোযোগ তার সাফল্যের পিছনে বড় ভূমিকা রেখেছে। সাক্ষাৎকারে গেটস আরও বলেন, বিভিন্ন মার্কিন প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা তার ফাউন্ডেশনের কাজের জন্য গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএসকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান, দাবি তালেবানের রানিং স্টাফরা দাবিতে অনড়, ‘বন্ধ হচ্ছে’ ট্রেন চলাচল সিলেটের বিদায়ঘণ্টা বাজিয়ে প্লে-অফের দৌড়ে রাজশাহীর স্বস্তি বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ডিএমপির ১৩ নির্দেশনা তিনদিন বাদে শুরু ইজতেমা, মাঠ প্রস্তুতি শেষের দিকে ‘টাকা থাকলে দল নেবেন, না থাকলে নেবেন না’ সৈকতে ২৪ দিনে ভেসে এলো ৮৪ মৃত বিপন্ন কচ্ছপ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর মার্কিন যুবকের আত্মহত্যা ইমরান খানকে সরানোর ‘কারিগর’ ছিলেন ডোনাল্ড লু কঙ্গোর বৃহত্তম শহর নিয়ন্ত্রণে নিল এম২৩ বিদ্রোহীরা আট জিম্মি মারা গেছে, ইসরাইলকে জানাল হামাস হুমকির পর ট্রাম্পের শর্তে রাজি কলম্বিয়া পর্দার পেছনের ভিডিও ফাঁস, চাহাত ফতেহ আলীর আচরণে ক্ষুব্ধ মাথিরা জরুরি বৈঠকে সিদ্ধান্ত, ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা, দাবি সিআইএ’র পিএসসির অধীনে নিয়োগ পাওয়া ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেশের প্রথম সবুজ ডিজিটাল ডেটা সেন্টার নির্মাণে সহায়তা দেবে এডিবি ছাগলকাণ্ডের মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক সিরিয়ায় তিনদিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর