রাশিয়াজুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, ১২১টি ধ্বংস – ইউ এস বাংলা নিউজ




রাশিয়াজুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, ১২১টি ধ্বংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২৮ 12 ভিউ
রাজধানী মস্কোসহ রাশিয়ার ১৩টি অঞ্চলজুড়ে রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে ১২১টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা প্রতিহত করেছে। এ সময়ে ১২১টি ড্রোন ধ্বংস করা হয়েছে, যা রাজধানী মস্কোসহ ১৩টি অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছিল। মন্ত্রণালয়টি জানিয়েছে, রাজধানী শহরসহ পুরো মস্কো অঞ্চলে ৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যান্য ড্রোনগুলো সীমান্তবর্তী অঞ্চল ও কুরস্ক অঞ্চলে আক্রমণ চালিয়েছে। ইউক্রেনীয় বাহিনী এখনো কুরস্কের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। এছাড়া রিয়াজান অঞ্চলে ২০টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।

রিয়াজান অঞ্চলের গভর্নর জানিয়েছেন, জরুরি সেবা সংস্থাগুলো হামলার পর ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ করছে। টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ভিডিওগুলোতে বড় অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে। ব্লগারদের দাবি, রাশিয়ার একটি তেলের স্টোরেজ ডিপো ও পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর চারটি স্থানে ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেছেন, দক্ষিণ-পূর্ব মস্কোর কোলোমনা ও রামেনস্কয়ে এলাকায় ড্রোন হামলা ব্যর্থ হয়েছে। তবে সেখানে কোনো ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। এছাড়াও ব্রায়ানস্ক, বেলগোরোদ এবং অধিকৃত ক্রিমিয়াসহ রাশিয়ার অন্যান্য সীমান্ত অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে। সারাাটভ, রোস্তভ, ভরোনেজ, তুলা, ওরিওল এবং লিপেটস্ক অঞ্চলগুলোও হামলার লক্ষ্যবস্তু ছিল। এই আক্রমণের ফলে কিছু সময়ের জন্য মস্কোর

দুটি প্রধান বিমানবন্দর- ভনুকোভো এবং ডোমোডেডোভো বন্ধ ছিল। ইউক্রেনের পালটা প্রতিক্রিয়া এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ৫৮টি ড্রোনের মধ্যে ২৫টি গুলি করে ধ্বংস করেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন ধ্বংসের সময় কিয়েভ অঞ্চলে এক নারীসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন জটিল সমীকরণে রাজনীতি, বাড়ছে অনৈক্য সংশয় সন্দেহ শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলসে বৃষ্টির পূর্বাভাস সমকামীদের তৎপরতায় সর্বনাশের পদধ্বনি গুলিতে ঝাঁজরা ইমনের পা সংসারের হাল ধরবে কে মালয়েশিয়ায় বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক পানির নিচে ৪ মাস, জার্মান ব্যক্তির বিশ্বরেকর্ড ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি ডায়াবেটিস ও স্থূলতা কমাবে কালো চালের আঁশ ১৫০০ টাকা মাইক ভাড়া দেয়া লাগত, তারা এখন ৭ হাজার টাকার পাঞ্জাবি পরে: নুর বিজিবি প্রধানের ভারত সফর গোপন নয়, যেসব বিষয়ে হবে আলোচনা সরকারি বাজেটে ১৫% কাটছাঁট সম্ভব, তবে মাস্কের ব্যাপক ছাঁটাই প্রস্তাবে আপত্তি ভারতের সাথে তালেবানের সম্পর্কের নতুন গতিপথ আমি নিজেকে বলেছিলাম, কখনো হাল ছাড়ব না নতুন নামে পুরানো মাফিয়া ডিজিটাল সাইনবোর্ডে কি ছাত্রলীগের নতুন ফিরে আসা শুরু? অভিবাসন নীতিতে কঠোরতার প্রতিশ্রুতি, হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে ক্রিস্টি নোম