জমে উঠেছে বিপিএল, এখনো প্লে-অফের দৌড়ে ৬ দল – ইউ এস বাংলা নিউজ




জমে উঠেছে বিপিএল, এখনো প্লে-অফের দৌড়ে ৬ দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৫:৪১ 106 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে পূর্ণ ১৬ পয়েন্ট পাওয়া দলটি লিগ পর্বের বাকি চার ম্যাচ ভারমুক্ত হয়ে খেলার সুযোগ পাবে। প্লে-অফের অন্য তিন স্পট নিয়ে এখন বাকি ৬ দলের মধ্যে কাড়াকাড়ি অবস্থা। টুর্নামেন্টে সব দলই এখন পর্যন্ত অন্তত ৭টি ম্যাচ খেলেছে, এর মধ্যে সর্বোচ্চ ৯টি করে ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। ৮টি করে ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং চিটাগং কিংস। আর সবচেয়ে কম সাত ম্যাচ খেলা হয়েছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের। এর মধ্যে যথাক্রমে ৯ ও ৮ ম্যাচ খেলে ঢাকা এবং সিলেটের ঝুলিতে এসেছে

মোটে চার পয়েন্ট। আপাতদৃষ্টিতে প্লে-অফের পথ তাদের জন্য বন্ধুর হলেও কাগজে-কলমে এখনো সম্ভাবনা টিকে রয়েছে এই দুই দলের। এদিকে পয়েন্ট টেবিলে রংপুরের পরের দুটি অবস্থানে থাকা চিটাগং এবং বরিশালের পয়েন্ট সমান ১০। তুলনামূলকভাবে প্লে-অফের বাকি তিন স্পটের দুটি বাগিয়ে নিতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তারা। আর টুর্নামেন্টের এই পর্যায়ে সমান ৬ পয়েন্ট করে পাওয়া খুলনা এবং রাজশাহীর পাল্লা এখনো যেকোনো দিকেই ঝুঁকতে পারে। প্লে-অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা চিটাগং এবং বরিশালকে এখনো লিগ পর্বে যথাক্রমে ৪ ও ৫টি ম্যাচ খেলতে হবে। এর মধ্যে অন্তত দুটি জয় পেলেই শেষ চারের টিকিট নিশ্চিত হবে তাদের। লিগ পর্বের শেষ ভাগে চিটাগংকে খেলতে হবে টেবিল টপার রংপুর,

তিনে থাকা বরিশাল, রাজশাহী ও সিলেটের বিপক্ষে। আর চিটাগংয়ের বিপক্ষে ম্যাচটি ছাড়াও এখনো ঢাকা, সিলেট এবং খুলনার বিপক্ষে দুটি ম্যাচ খেলতে হবে বরিশালকে। চিটাগং এবং বরিশালের পর প্লে-অফের দৌড়ে তুলনামূলকভাবে এগিয়ে মেহেদী মিরাজের খুলনা। প্লে-অফ নিশ্চিত করতে নিজেদের শেষ ৫ ম্যাচের অন্তত ৩টির ফল পক্ষে আনতে হবে তাদের। লিগ পর্বের বিজনেস এন্ডে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে বরিশাল, সিলেট, রংপুর এবং ঢাকাকে। এর মধ্যে তামিম ইকবালের বরিশালের বিপক্ষে দুবার খেলতে হবে খুলনাকে। দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালসের বর্তমান লিগ পজিশন যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। প্লে-অফের দৌড়ে চমক উপহার দিতে এই তিন দলকেই নিজেদের বাকি ম্যাচগুলোতে জয় পেতে হবে। এর

মধ্যে সদ্য অধিনায়কত্বে পরিবর্তন আনা রাজশাহীর জন্য পথ একটু বেশিই কঠিন। শেষ তিন ম্যাচের মধ্যে যে তাদের দুবার খেলতে হবে অপ্রতিরোধ্য রংপুরের বিপক্ষে। নানা বিতর্কে ঘেরা বিপিএলে এখন মাঠের ক্রিকেটে চোখ রাখতেই হবে ক্রিকেটপ্রেমীদের। প্রতি ম্যাচডেতে-ই পাল্টে যাবে সমীকরণ, প্লে-অফ নিশ্চিতে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ বাড়বে দলগুলোর মধ্যে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার ভুয়া থানার সন্ধান! আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেলো বাংলাদেশ রাজধানীতে পার্কিং করা প্রাইভেটকারে দুই লাশ ১৫ শতাংশ রাজস্বের বিনিময়ে চীনে চিপ রপ্তানির অনুমতি পেল এনভিডিয়া ও এএমডি ইতালিতে বিমান বাংলাদেশের ফ্লাইটে ত্রুটি, আটকা ২৬২ যাত্রী আবারও পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন, এ নিয়ে ১২০ বার ট্রাম্পের শুল্কের প্রতিবাদ: ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক সাত মাসে ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে ১১১ জন নিহত : আসক পাক সেনাপ্রধানের হুমকির জবাবে যা বলল ভারত ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বিশ্ব দরবারে লুকিয়ে রাখতেই সাংবাদিকদের হত্যা : শিফা পরিচালক ছেলে সন্তান না থাকায় স্বামীর চাপে নবজাতক চুরি, তরুণী গ্রেপ্তার আরব সাগরে ‘মুখোমুখি’ ভারত-পাক, মিসাইল লঞ্চ নৌসেনার দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২, আহত ১৭ সন্তানকে নিয়ে কিয়ারার আবেগঘন বার্তা! গাজায় যেন ‘স্কুইড গেম’র মৃত্যুখেলা খেলছে ইসরাইল! গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা ‘কাজ শেষ করা ছাড়া কোনো উপায় নেই’, গাজা দখল পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু সিন্ডিকেটের থাবায় আবার অস্থির পেঁয়াজের বাজার খুলনা মৎস্য বীজ খামার দখল খুবি শিক্ষার্থীদের